নারী ক্ষমতায়নে নতুন মাইলফলক, বিশেষ কর্মসূচি ঘোষণা তৃণমূলের
New milestone for women empowerment, TMC announces special programs

Truth of Bengal: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই লড়াকু নেত্রী হিসেবে পরিচিত। কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও তিনি কখনো পিছপা হননি, বরং একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করে প্রান্তিক মহিলাদের ক্ষমতায়নের নতুন দিগন্ত খুলে দিয়েছেন। এবার সেই বার্তা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
আগামী ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। বুধবার মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দলের সদর দফতরে বৈঠক হয়। তৃণমূলের ৩৫টি সাংগঠনিক জেলার সভানেত্রী ও রাজ্য নেত্রীরা এতে উপস্থিত ছিলেন। বৈঠকে ‘অঞ্চলে আঁচল’, ‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’, ‘রক্তবন্ধন’, ‘এসো হে বৈশাখ’ এবং ‘শঙ্খযাত্রা’-সহ একাধিক কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়।
‘অঞ্চলে আঁচল’: গ্রাম থেকে শহর, বাংলার প্রতিটি কোণায় মহিলারা গোল হয়ে বসে আলোচনার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
‘তোমার ঠিকানা উন্নয়নের নিশানা’: মহিলা তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করবেন, যাতে সরকার চালিত প্রকল্পের তথ্য থাকবে।
‘এসো হে বৈশাখ’ ও ‘শঙ্খযাত্রা’: পয়লা বৈশাখে শঙ্খ বাজিয়ে মিছিল করা হবে, যাতে বাংলার সংস্কৃতি এবং নারীশক্তির উদযাপন হবে।
‘রক্তবন্ধন’: ১ জুলাই চিকিৎসক দিবসে রক্তদান শিবির আয়োজন করে ২০০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই নারী কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কন্যাশ্রী’ প্রকল্প কন্যাশিশুর শিক্ষার পথ সুগম করেছে, যা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ‘সবুজ সাথী’ প্রকল্পের মাধ্যমে মেয়েরা সাইকেল পেয়ে সহজে স্কুলে যেতে পারছে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং ‘রূপশ্রী’র মাধ্যমে আর্থিক স্বনির্ভরতার নতুন দিগন্ত খুলেছে।
এবার এই সাফল্যের গল্প বিশ্বের দরবারে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের কেলগ কলেজের অনুষ্ঠানে তিনি বাংলার নারীশক্তির উত্থানের দৃষ্টান্ত তুলে ধরবেন। বাংলার প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিতেই তৃণমূলের এই উদ্যোগ।