
Truth Of Bengal: আইপিএল-র প্রথম ম্যাচে ইডেনে নাইটদের বিপক্ষে জয় পেয়েছে আরসিবি। আগামী ২৮ তারিখ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ফের বিরাট-রজত পাতিদাররা মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়দের চেন্নাই সুপার কিংসের। অর্থ্যাৎ ক্রিকেটের ২২ গজে দক্ষিণী ডার্বি ম্যাচ। এই ম্যাচ ঘিরে তাই এখন চলছে দুই দলের জোরদার অনুশীলন। কিন্তু তার মাঝেই বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন আরসিবির ক্রিকেটার ক্রুণাল পাণ্ডিয়া।
না অন্য কোনও দুর্ঘটনা নয়, ক্রুণাল রক্ষা পেলেন নেটে অনুশীলনের সময় বিরাটের নেওয়া একটি শট থেকে। মঙ্গলবার অনুশীলনের সময় বিরাটকে বল করছিলেন ক্রুণাল। সেই সময় তাঁর করা ডেলিভারিতে কোহলি শট নেন। এবং সেই বলটি সোজা এগিয়ে আসে ক্রুণালের পা লক্ষ্য করে। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে নিজের পা দুটি দুই দিকে সরিয়ে নেন ক্রুণাল। ফলে বড় আঘাতের থেকে এ যাত্রায় বেঁচে গেলেন বিরাটের সতীর্থ। তারপরই এমন ঘটনা রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
ক্রুণাল আইপিএল-র প্রথম ম্যাচে ইডেনে নাইটদের বিপক্ষে দূরন্ত বোলিং করেছিলেন। মাত্র ৪ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি মূল্যবান ২৯ রান করে দলকে জিততে সাহায্য করেছিলেন।