
Truth Of Bengal: তেজস মার্ক ১-এ তৈরি করল নয়া দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কের নতুন মোড়। ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি মতোই আমেরিকা থেকে চলে এল এফ ৪০৪ আইএন ২০ ইঞ্জিন। তেজস নির্মানকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’ জানায়, ওই ইঞ্জিনের নির্মাতা সংস্থা জেনারেল ইলেকট্রিকস অ্যারোস্পেস মঙ্গলবার প্রথম এই ইঞ্জিন পাঠায়।
প্রতিরক্ষামন্ত্রকের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি বছরই জিই অ্যারোস্পেস ১২ সরবরাহ করা হবে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে জো বাইডেন ২০২৩-এ নরেন্দ্র মোদির আমেরিকার সফরের সময়ে এফ-১০৪ ইঞ্জিন সরবরাহের জন্য স্বাক্ষরিত হয়েছিল দ্বিপাক্ষিক চুক্তি। প্রাথমিকভাবে ২০২৩-এর শেষ থেকে ইঞ্জিন সরবরাহের কথা থাকলেও তা হয়নি। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের
নিয়ুক্ত হওয়া পর শুল্ক নিয়ে টানাপোড়েনের আবহে সমগ্র প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সূত্র মারফত দাবি করা হয়, সম্প্রতি নরেন্দ্র মোদি যে আমেরিকা সফর করেন, তাতেই দূর হয়ে যায় সমস্ত বাধা।
তেজস নির্মানকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে ৪০৪ আইএন ২০ ইঞ্জিন সরবরাহ করবে জিই। সূত্রের খবর, মূলত ষাটের দশকের রুশ মিগ-২১ এর পরিবর্ত হিসেবে হালকা যুদ্ধ বিমানগুলিকেই ব্যবহার করা হবে। জানা যাচ্ছে, আগামী কয়েক বছরে বায়ুসেনার পাইটার স্কোয়াড্রনগুলিতে তিনশোর বেশি তেজস যুদ্ধবিমান সুযুক্ত করা পরিকল্পনা রয়েছে। তবে সরবরাহ থমকে যাওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ ক্ষোভ প্রকাশ করেন। এবার সেই সমস্যাই মিটবে বলে মনে করা হচ্ছে।