সুখবর! মহার্ঘ ভাতা বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের, বিজ্ঞপ্তি জারি নবান্নের
Good news! Dearness allowance hiked for state government employees

Truth of Bengal: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! আগামী ১ এপ্রিল থেকে তাঁদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মচারী ও পেনশনভোগীরা মূল বেতনের ১৮ শতাংশ হারে ডিএ পাবেন। মঙ্গলবার নবান্নের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে যে মামলা চলছে, তা আরও এক মাস পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ এপ্রিল।
এদিন রাজ্যের হয়ে মামলার শুনানি শুরু করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে তিনি জানান, পুরো বিষয়টি ব্যাখ্যা করতে আরও সময় প্রয়োজন। আদালত সব পক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করে, ২২ এপ্রিল পরবর্তী শুনানি হবে। আদালতের কাছে অনুরোধ করা হয়, ওইদিন মামলাটিকে ‘টপ অফ দ্য বোর্ড’ রাখা হোক, যাতে তা দ্রুত নিষ্পত্তি হয়। আদালত এই আবেদন মঞ্জুর করেছে।
এদিকে, মামলার অংশ হতে চেয়ে আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। আদালত সেই আবেদন গ্রহণ করেছে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে, কিন্তু মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় তাঁদের আশঙ্কা বাড়ছে।
তবে এর মধ্যেই রাজ্য বাজেটে সুখবর দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ঘোষণা করেন, রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরও ৪ শতাংশ বাড়ানো হবে। নতুন হারে তাঁরা মূল বেতনের ১৮ শতাংশ ডিএ পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় সংস্থার কর্মচারীরাও এই সুবিধা পাবেন। ১ এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে।
রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির খবরে স্বস্তি পেলেও, সুপ্রিম কোর্টের রায়ের দিকেও তাঁদের নজর রয়েছে। ২২ এপ্রিলের শুনানিতে তাঁদের দাবির কী পরিণতি হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।