রাজ্যের খবর

একগুচ্ছ প্রকল্প রূপায়ণ নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের

Namashudra Welfare Board implements a series of projects

Truth Of Bengal: সামাজিক সাম্যের নীতিকে মান্যতা দিয়ে নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ড একগুচ্ছ প্রকল্প রূপায়ণ করেছে।কমিউনিটি সেন্টার, কম্পিউটার সেন্টারের মতোই আবাস যোজনায় বাড়ি তৈরির কাজেও এগিয়ে এসেছে। বহুমুখী প্রকল্প কার্যকর করার কথা তুলে ধরেছেন নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য। কৃতী পড়ুয়াদের উন্নতির প্রতিও জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাংলায় জাতপাত-ধর্মের সীমা ছাড়িয়ে বাঙালি সমাজের সার্বিক বিকাশের জন্য রাজ্য সরকার নানা বোর্ড গড়েছে। পাহাড়ে গোর্খা,লেপচা বোর্ডের মতোই সমতলে নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ড গড়া হয়। সেই নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান করা হয় মুকুল চন্দ্র বৈরাগ্যকে। নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে একগুচ্ছ প্রকল্প রূপায়ণ করা হচ্ছে।কাজ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।

নমঃশূদ্র ওয়েফারার বোর্ডের তত্তাবাধনে হুগলির জনাইরোডে আয়োজিত হয় ‘নমঃশূদ্র লোক-সংস্কৃতি উৎসব’ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন। কিভাবে নমঃশুদ্র কল্যাণ বোর্ড কাজ করছে তার খতিয়ান দেন তিনি। ১৪টি জেলায় ৬৪টি কমিউনিটি সেন্টার,স্কুলে কম্পিউটার সেন্টারের মতোই আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির ভাবনার কথা তুলে ধরেন মুকুলচন্দ্র বৈরাগ্য।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নমঃশূদ্র সম্প্রদায়ের কৃতি সন্তানদের সম্মানিত করা হয়। সমাজকর্মীদের মতে, সামাজিক উন্নয়ন হল একটি সমাজের সার্বিক উন্নতির প্রক্রিয়া, যেখানে মানুষের জীবনমান, সামাজিক ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ, এবং সামগ্রিক সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য কাজ করা, নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ড সেই কাজই করছে। জোরকদমে সমাজে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা সামাজিক অবস্থানের ভিত্তিতে বৈষম্য দূর করার কাজও চলছে জোরদারভাবে। সমান অধিকার  সুযোগ নিশ্চিত করার জন্য মতুয়া ও নমঃশুদ্রসমাজের সামাজিক উন্নয়নের নানা কাজ বেশ তাত্পর্যপূর্ণ।

Related Articles