খেলা

রামনবমীর কারণে বদল আইপিএলের ভেনুর

KKR vs LSG IPL 2025 match to be shifted from Kolkata to Guwahati

Truth Of Bengal:  রামনবমীর জন্য বদল হল আইপিএলের সময়সুচী। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতায় রাম নবমী উৎসবের কারণে আইপিএলের  কলকাতা বনাম লখবনউয়ের ম্যাচ হবে গুয়াহাটিতে। বলা বাহুল্য, আগামী ৬ এপ্রিল ইডেনে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টের। আর সেইদিন পড়েছে রামনবমী। তাই  নিরাপত্তার সমস্যা হতে পারে বলেই মনে করছে কলকাতা পুলিশ। এরপরেই ওই ম্যাচের  বদল হল ভেনু।

৬ এপ্রিল রামনবমী উৎসব থাকার কারণে শহরের বিভিন্ন প্রান্তে নানা মিছিল বের হয়। এমনকি এই উৎসব ঘিরে এবার এক রাজনৈতিক দলের নেতা আগেই ঘোষণা করেছেন যে, সারা বাংলাজুড়ে প্রায় ২০,০০০ হাজার মানুষের বেশি শোভাযাত্রা বার হবে। ফলে রাজ্য জুড়ে নিরাপত্তার প্রয়োজন রয়েছে। সেই কারণে কোথাও যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকেও সজাগ দৃষ্টি রাখা হবে। ফলে ওই দিন কলকাতার ইডেনে আইপিএল ম্যাচে নিরাপত্তা নিয়ে  ওঠে প্রশ্ন। তাই মঙ্গলবার ( ১৮ মার্চ)   এই বিষয়ে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে  বৈঠকে বসেছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা। আর এবার বদল হতে চলেছে এই ম্যাচের ভেনু।

উল্লেখ্য, আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। কলকাতার ইডেন গার্ডেন্সের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে বিরাট কোহলি-রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গারুরু। ইতিমধ্যে সেই ম্যাচের আগে ৩৫ মিনিটের একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Related Articles