স্বাস্থ্য

ঝুলে যাওয়া ত্বক টানটান পেতে চান? জেনে নিন এই ঘরোয়া টোটকা

Want to tighten sagging skin? Know these home remedies

Truth Of Bengal: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই ত্বকে বলিরেখা দেখা যায়। ত্বক ধীরে ধীরে ঝুলতে শুরু করে। ফাইন লাইনস দেখা যায়। কিন্তু সঠিক যত্নে ত্বককে রাখা যেতে পারে টানটান অবস্থায়। ত্বককে টানটান রাখতে ডায়েটে রাখুন এমন খাবার যা কোলাজেন প্রোটিনের নিঃসরণ বাড়ায় কারণ কোলাজেনই ত্বককে মসৃণ, নরম ও টানটান রাখতে সাহায্য করে। ত্বকের স্বাভাবিক টানটান ভাব বজায় রাখতে আমলকি, লেবুর জল ও সাদা তিল ডায়েটে রাখুন।

ঝুলে যাওয়া ত্বককে টানটান রাখতে ঘরোয়া কী ফেসপ্যাক ব্যবহার করবেন

২ টেবিল চামচ সাদা তিল, ২ টেবিল চামচ চিনে বাদাম ও এক চামচ অলিভ অয়েল মিশিয়ে ভালো করে বেটে নিয়ে পেস্ট বানিয়ে নিন। এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখে লাগান। হালকা ভাবে ম্যাসাজ করুন।

১ ঘণ্টা রেখে জল দিয়ে হালকা করে ঘষে ঘষে তুলে দিন ফেসপ্যাকে। ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। ভাপ নিন গরম বাষ্পর। তোয়ালে ঢেকে মুখ রাখুন ১০ মিনিট। নিয়মিত এই উপায় করলে কয়েক সপ্তাহে পরই বদল নজরে আসবে।

Related Articles