দলীয় শৃঙ্খলা মেনে চলার প্রতিশ্রুতি দিলেন বিধায়ক হুমায়ুন কবীর
MLA Humayun Kabir promises to abide by party discipline

Truth of Bengal: ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর অবশেষে দলীয় শৃঙ্খলা মেনে চলার প্রতিশ্রুতি দিলেন। মঙ্গলবার বিধানসভায় শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হয়ে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি দলীয় নিয়ম মেনে চলবেন এবং ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গ করবেন না।
এদিন বিধানসভায় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে হুমায়ুন কবীরকে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছিল। বৈঠকে তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, একজন বিধায়ক হিসেবে সংবিধান বিরোধী বা উত্তেজনাকর মন্তব্য করা যাবে না। পাশাপাশি, তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা সংবিধান সমর্থন করে না বলেও তাঁকে সতর্ক করা হয়। এই আলোচনার পর নিজের ভুল স্বীকার করে নেন হুমায়ুন কবীর এবং বলেন, তিনি দলীয় শৃঙ্খলা মেনে চলবেন।
শুধু হুমায়ুন কবীর নন, অন্য বিধায়কদেরও সতর্ক করেছে শৃঙ্খলারক্ষা কমিটি। বৈঠকে স্পষ্ট জানানো হয়, নিয়ম মেনে না চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “একজন বিধায়ক হিসেবে কিছু নিয়ম-কানুন মানতে হয়। কারও মনে ক্ষোভ বা দুঃখ থাকতেই পারে, তবে এমন কিছু বলা যাবে না, যা সংবিধান বিরোধী। দলের অস্বস্তি তৈরি হয় এমন মন্তব্য করলে ব্যবস্থা নেওয়া হবে।”
বৈঠক শেষে হুমায়ুন কবীর জানান, আলোচনা ইতিবাচক হয়েছে এবং তিনি দলের নির্দেশ মেনে চলবেন। তবে এটি প্রথমবার নয়, এর আগেও শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে শোকজ করা হয়েছিল। দলীয় শৃঙ্খলা আরেকবার ভাঙলে তাঁর বিরুদ্ধে সাসপেনশনের মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন দেখার বিষয়, তিনি আদৌ দলের নিয়ম মেনে চলেন কি না।
শুভেন্দু অধিকারীর ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শুধু হুমায়ুন কবীর নন, আরও কয়েকজন বিধায়কও মুখ খুলেছিলেন। তাঁদেরও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন। পরিষদীয় মন্ত্রী বলেন, “সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।”