সর্বস্ব লুঠ করে নিয়ে গেল চোর, প্রকাশ্যে সেই সিসিটিভি ফুটেজ
Thieves looted everything, CCTV footage released

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: চোর এসে লুঠ করে নিয়ে গেল সর্বস্ব। সম্প্রতি নদীয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত ও কৃষ্ণনগর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে বাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করেছে এক পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবারের এক প্রবীণ সদস্যের শরীর খারাপের কারণে তারা প্রতি রাতেই সজাগ থাকেন। তবে সোমবার রাতে অকাতরে ঘুমিয়েছেন সকলে, ঘুমের স্প্রে করা হয়েছে বলেই তাদের প্রাথমিক অনুমান।
সর্বস্ব লুঠ করে নিয়ে গেল চোর, প্রকাশ্যে সেই সিসিটিভি ফুটেজ pic.twitter.com/o7nYdy2y0i
— TOB DIGITAL (@DigitalTob) March 18, 2025
মঙ্গলবার সকালে আলমারির চাবি বারান্দায় পড়ে থাকতে দেখে প্রথম সন্দেহ জাগে এরপর খোঁজ তল্লাশি শুরু করলে লক্ষ্য করেন মেয়ের ঘরের আলমারি থেকে বেশ কিছু সোনা রুপোর গহনা এবং প্রায় লক্ষাধিক টাকা উধাও হয়েছে। তবে, এ বিষয়ে কাউকেই সন্দেহ করতে পারছে না পরিবার।
প্রায় মধ্যরাত পর্যন্ত পড়াশোনা করেছে মেয়ে এরপর ঘুমিয়েছে সেই আন্দাজে অনুমান দুটোর পরে এই দুঃসাহসিক চুরি করেছে দুষ্কৃতীরা। তবে প্রমাণ হিসেবে রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ যা দেখিয়ে কোতোয়ালি থানাতে লিখিত অভিযোগ জমা করেছেন পরিবার। পুলিশ এসে খতিয়ে দেখে গেছেন গোটা বিষয়টি। সেইমতো তদন্তও শুরু হয়েছে।