পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ বাড়ালেন জামাই! রাজসাক্ষী হয়ে দিলেন গোপন জবানবন্দি
Partha Chatterjee's son-in-law increases danger! Secret statement recorded after becoming a witness

Truth Of Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। বিশেষজ্ঞদের মতে, এই জবানবন্দি পার্থর বিপদ আরও বাড়িয়ে দিতে পারে।
কিছুদিন আগেই ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন কল্যাণময়। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর আদালত তাঁকে একজন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার অনুমতি দেয়। নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার নগর ও দায়রা আদালতে ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন তিনি। সূত্রের খবর, ২৬ ও ৩১ মার্চ আরও দু’জন পার্থর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন।
ইডির দাবি, নিয়োগ দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী, মেয়ে ও জামাইকেও যুক্ত করেছিলেন। তদন্তে উঠে এসেছে, পিংলার এক বেসরকারি স্কুলের মাধ্যমে পার্থর মেয়ে-জামাইয়ের নাম একাধিক সংস্থার সঙ্গে যুক্ত ছিল। পার্থর জামাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন, যা তাঁর শাশুড়ির নামে গড়ে ওঠে। কলকাতা ও বিভিন্ন জেলায় ওই ট্রাস্টের মাধ্যমে প্রচুর সম্পত্তিও কেনা হয়েছিল।
ইডির জেরায় কল্যাণময় জানিয়েছেন, তিনি শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই দুর্নীতির সঙ্গে যুক্ত হন। এই মামলায় বিচারপর্ব শুরু হওয়ার পর তাঁর বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে গোপন জবানবন্দি দেওয়ার পর তিনি হয়তো বিদেশ যাওয়ার অনুমতি চাইতে পারেন।
এই জবানবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠবে, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।