মুক্তারাম বাবু স্ট্রিটে নির্মাণ কাজ চলাকালীন ভাঙল বহুতলের একাংশ
Part of a multi-storey building collapsed during construction work on Muktaram Babu Street

Truth Of Bengal: উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রীটে এক বহুতলের একাংশ ভেঙে পড়ে রবিবার। ওই বহুতল নির্মাণের কাজ চলছিল। কাজ চলাকালীন একাংশ ভেঙে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় একজন নির্মাণকর্মী বহুতলের ভিতরে আটকে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জোড়াসাঁকো থানার অন্তর্গত এই অঞ্চল। ঘটনাস্থলে পৌঁছায় জোড়াসাঁকো থানার পুলিশ।
মুক্তারাম বাবু স্ট্রিটে নির্মাণ কাজ চলাকালীন ভাঙল বহুতলের একাংশ pic.twitter.com/veGgem6IUd
— TOB DIGITAL (@DigitalTob) March 16, 2025
প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে, নির্মাণের কাজ চলছিল এবং বাড়ির প্রাচীরের সামনের দিকে অংশ হঠাৎই ভেঙে পড়ে। কলকাতা পুরসভার অনুমোদন নিয়ে এই কাজ চলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে কলকাতার বাঘাযতীনে এক নির্মিয়মান বাড়ির একাংশ ভেঙে পড়ে।
এছাড়াও শহরের একাধিক এলাকায় বেশ কয়েকটি বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটে। এই নিয়ে তোলপাড় হয় শহর। বেআইনি বাড়ি নিয়ে কড়া নির্দেশ জারি করে কলকাতা পুরসভা। পুরসভার ইঞ্জিনিয়ারদের এই নিয়ে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। শহরে এরকম ঘটনা ফের ঘটল। ভেঙে পড়ল নির্মাণের কাজ চলাকালীন বাড়ির একাংশ। জখম হলেন একজন।