
Truth Of Bengal: আগামী ২২ মার্চ আইপিএল-র অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে দক্ষিণের দলটির প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স। ইডেনে অনুষ্ঠিত সেই ম্যাচের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। শনিবার বেঙ্গালুরু দলের শিবিরে যোগ দিলেন তাদের অন্যতম সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি।