রাজ্যের খবর

মারা গিয়েও ভোটার তালিকায় নাম স্ত্রীর, বেঁচে থেকেও নাম নেই স্বামীর

Wife's name is in the voter list even after death, husband's name is not in the voter list even after he is alive

Truth Of Bengal: ভূতুড়ে ভোটার! এই নিয়ে এই তোলপাড় রাজ্য। তৃণমূল কংগ্রেস দিল্লিতে সোচ্চার হয়েছে এই ইস্যুতে। সংসদ থেকে নির্বাচন কমিশন সর্বত্রই তথ্য-প্রমাণ তুলে ধরেছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের নেতারা বুথে বুথে স্ক্রুটিনির কাজ শুরু করেছেন। আর এই ভোটার তালিকা পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে হাজার গড়মিল।

কোথাও প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে তো কোথাও মৃত ভোটারের নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। যেমন বীরভূম জেলার রামপুরহাটে। স্ত্রী মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। এখনও তার নাম রয়েছে ভোটার তালিকায়। অথচ স্বামী বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত। আর সেই কারণে সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হতে হচ্ছে তাঁকে।

ভোটার তালিকায় মৃত থাকার কারণে এক বৃদ্ধের বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট-১ নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের কানাইপুর গ্রামে। বৃদ্ধ ধীরেন মাল বলেন, আমার স্ত্রী মারা গেছে প্রায় পাঁচ বছর আগে। কিন্তু গত লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখি ভোটার লিষ্টে আমার স্ত্রী নাম আছে অথচ আমার নাম নেই। আমি অফিসারদের বলি আমার স্ত্রী মারা গেছে তার নাম আছে আর আমার নাম নেই কেন? তাঁর অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকায় আমি বার্ধক্যভাতাও পাচ্ছি না। আমার কেউ নেই। ছেলে ও স্ত্রী দুই জনেই মারা গেছে। এই বিভ্রাট নিয়ে রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পান্ডে কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Related Articles