খেলা

রবার্টসের কাছে যাহা আইসিসি, তাহাই বিসিসিআই

BCCI is to Roberts what ICC is to him

Truth Of Bengal: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। কিন্তু ভারত সেই টুর্নামেন্টে পাকিস্তানে না গিয়ে দুবাইয়ে তাদের সব ম্যাচ খেলে। এবং ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাবও জয় করে। ফলে ভারতকে নিয়ে সমালোচকরা সমালোচনা করতে পিছপা হয়নি। তাঁদের যুক্তি হল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি সুবিধা আদায় করেছে। এই তালিকায় আগেই নিজের নাম লিখিয়েছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ভিভিয়ান রিচার্ডস। এবার রিচার্ডসের মতো তালিকায় নাম লেখালেন আরও এক প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি রবার্টস।

নিজের মত ব্যক্ত করে ভিভকে ছাড়িয়ে গেলেন দুইবারের বিশ্বকাপজয়ী এই ক্যারিবিয়ান ফাস্ট বোলার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যে বিসিসিআই-র চাপে ক্রমশ নতজানু হয়ে পড়ছে বলেই অভিযোগ করলেন রবার্টস। সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্যারিবিয়ান ফাস্ট বোলার জানান, ‘ভারত যে ধরনের সুবিধা পাচ্ছে আইসিসির থেকে এটা একবারেই উচিত নয়। এর একটা বিহিত হওয়া দরকার। কেননা ওরা কেন সবকিছু সুবিধা পাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা পেল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একটি দেশের মধ্যেই সব ম্যাচ খেললো। এটা কেন হবে?’

এরপর আরও আক্রমণাত্মক হয়ে রবার্টস বলেন, ‘বর্তমানে আইসিসি আর বিসিসিআই-র মধ্যে কোনও ফারাক নেই। আমার কাছে আইসিসি মানেই হল বিসিসিআই। ব-কলমে আইসিসির যাবতীয় কাজ ভারতীয় ক্রিকেট বোর্ডই নিয়ন্ত্রণ করে। ভারত যদি এখনই বলে বর্তমান ক্রিকেটে নো আর ওয়াইড বলের কোনও নিয়ম থাকবে না, তবেই সেটাই মাথা পেতে নেবে আইসিসি।

উল্টে নতুন একটা নিয়ম বার করে নেবে।’ তবে সমালোচকদের এই দাবি কিছুতেই কান দিতে নারাজ ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের একটাই দাবি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছি রীতিমত পরিশ্রম করে। সুতরাং কে কি বললো তাই নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই।

Related Articles