খেলা

রোহিত প্রমাণ করল ও ফুরিয়ে যায়নি : ইন্দুভূষণ রায়, প্রাক্তন ক্রিকেটার

Rohit proved he is not done yet: Indubhushan Roy, former cricketer

Truth Of Bengal: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হয়ে রোহিত যেভাবে ব্যাট করল, তাতে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এটা সত্যিই রোহিতের পক্ষেই সম্ভব। আসলে খেলোয়াড়রা তাঁদের যাবতীয় সমালোচনার জবাব দিতে বেছে নেন মাঠকেই। রোহিত-ও তাঁর ব্যতিক্রম নন।

নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিতকে ওই মেজাজে ব্যাটিং করতে দেখেই বোঝা গিয়েছিল ওকে রোখা মুশকিল। কিন্তু ভাগ্য ভাল নিউজিল্যান্ডের। রোহিত ৭৬ রান করার পর আউট হয়ে যায়। এটা মানতে কোনও দ্বিধা নেই জয়ের ভিতটা কিন্তু রোহিত-ই করে দিয়ে গিয়েছিল। এরপর অবশ্য শুভমন, শ্রেয়স, রাহুল ও হার্দিক তা পরিপূর্ণ করে দেয়।

রোহিত দীর্ঘদিন ব্যাট রান পাচ্ছিল না। তা দেখে আমরা সবাই ওকে অবসরের পরামর্শ দিয়েছিলাম। কিন্তু রবিবার রোহিত যেভাবে ঝামা ঘষে দিল দুরন্ত পারফরম্যান্স করে তা অনেকদিন মনে রাখতে হবে। আশাকরি বোর্ডের যে সমস্ত কর্তারা এতিদন রোহিতকে অবসরের পরামর্শ দিয়েছিলেন তাঁরা এবার কিছুদিনের জন্য হলেও চুপ থাকবেন।

রোহিত আমার আশা পূর্ণ করলেও বিরাটের জন্য খুবই খারাপ লাগছিল। বিরাটের রান পাওয়াটা দরকার ছিল। তাহলে হয়তো ম্যাচটা এতদূর এগোত না। একেকটা দিন এইরকম হতেই পারে। রবিবারটা বিরাটের ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার যে কয়জন ক্রিকেটার আমার মন জয় করেছেন, তার মধ্যে আর একজনের প্রশংসা অবশ্যই করতে হবে। তিনি হলেন অক্ষর প্যাটেল।

অক্ষর যে জায়গায় ব্যাট করতে নেমেছিলেন। সেই জায়গাটা অত্যন্ত ভাইটাল জায়গা। হয়ত স্কোরবোর্ডে দেখা যাবে ওর নামের পাশে ৫০ বা ১০০ নেই। কিন্তু মূলব্যান সময়ে দাঁড়িয়ে অক্ষর প্রত্যেকটা ম্যাচে যে রানই করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবারের ম্যাচেও ওর ভূমিকাটাও অস্বীকার করা যায় না। ৫ নম্বরে ব্যাট করতে এসে ৪০ বলে ২৯ রান করল। এটা কম বড় কথা নয়।

সবশেষে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের প্রশংসাও করতে হবে। গম্ভীর যেভাবে সিনিয়র ও তরুণ ক্রিকেটারদের একসঙ্গে মিশিয়ে দল তৈরি করে সাফল্য দিয়েছেন এটা কম বড় কথা নয়। সুতরাংশ এই সাফল্যের পিছনে ওর অবদানকেও অস্বীকার করার কোনও জায়গা নেই।

Related Articles