‘পিক টাইমে’ লোকাল ট্রেনে চরম ভগান্তি, অসুবিধায় নিত্য যাত্রীরা
Extreme congestion on local trains during peak hours, daily commuters face difficulties

Truth Of Bengal: শনিবার সকালে ফের সমস্যা দমদম স্টেশনে। সিগন্যালে ক্রুটির কারণে দমদম লাইনে দাড়িয়ে একের পর এক লোকাল ট্রেন। এদিন সকাল ৮টা বেজে ৫৮ মিনিটে প্রথম ক্রুটি দেখা যায়। রেলের তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে।
‘পিক টাইমে’ আচমকা এই সমস্যায় চরম ভোগান্তির শিকার অফিসযাত্রীরা। লাগাতার লোকাল বাতিলের ছবি তো লেগেই আছে। এদিন দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিং প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যালিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে বসে যায়। ফলে ম্যানুয়ালি কাজ করতে হয়। যে কারণে বেশ কয়েকটি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। সকাল ৮টা বেজে ৫৮ মিনিটে প্রথম ক্রুটি দেখা যায়।
এদিকে খবর পেয়ে ততক্ষণে সারাইয়ের কাজে নেমে পড়েছেন রেলের ইঞ্জিনয়রা । রেলের তরফে জানান হয় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। ততক্ষণে এই খবর নিত্য যাত্রীদের দের মধ্যে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি ট্রেন স্টেশনে দারিয়ে পড়ায় অনেক ট্রেনই দেরিতে ছলে। একপ্রকার যুদ্ধকালীন তৎপরতায় কাজের পর প্রায় ১ ঘণ্টা পর ৯টা বেজে ৫৬ মিনট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। এই জাতীয় ঘটনা লাগাতার হতে থাকায় প্রশ্নের মুখে পরেছে রেল পরিষেবার সামগ্রিক পরিকাঠামো।