শৌচাগারে রক্ত দিয়ে লেখা ‘আমি দুঃখিত’, মুম্বই স্টেশনে উদ্ধার তরুণীর দেহ
Body of young woman found at Mumbai station with 'I'm sorry' written in blood on toilet

Truth Of Bengal: হাড়হিম করা ঘটনা মুম্বইয়ের ছত্রপতি শিবাজি রেলস্টেশনে। অভিযোগ, স্টেশনের শৌচাগারের ভিতর থেকে রক্ত বাইরের দিকে বেরোচ্ছিল। শৌচাগারে হঠাৎ রক্ত দেখে, বিস্মিত হন প্রত্যক্ষদর্শীরা। তারপর ভিতরে গিয়ে তাঁরা দেখেন, এক তরুণী হাতের শিরা কাটা অবস্থায় শৌচাগারের ভিতর পড়ে রয়েছেন। পরবর্তীতে, দ্রুত রেলপুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, শৌচাগারের ভিতর থেকে এক তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর হাতের শিরা কাটা ছিল। প্রচুর রক্তপাত হয়েছে। তবে, ঘটনাক্রম স্পষ্ট নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
রেল পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, শৌচাগারের মেঝেতে রক্ত দিয়ে লেখা ছিল, ‘আই এম সরি!’ কিন্তু কার উদ্দেশ্যে তরুণী ওই বার্তা লিখেছেন তা স্পষ্ট নয়। তদন্তকারী আধিকারিকের মতে, ওই তরুণীর বয়স ২০ থেকে ২৭ এর মধ্যে। তাঁকে আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন তিনি এ কাজ করলেন তা নিয়ে ধন্দে মুম্বই পুলিশ। তরুণীর নাম ও পরিচয় জানার কাজ চালাচ্ছে পুলিশ।