বাসের ধাক্কায় দুমড়ে গেল টোটো, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
Toto crushed by bus, driver narrowly escapes death

Truth Of Bengal: বাসের ধাক্কায় দুমড়ে গেল টোটো। সেই ধাক্কায় কোনক্রমে প্রাণে বাঁচলেন টোটো চালক। শুক্রবার ঘটনাটি ঘটে, হাওড়ার ইছাপুরে।
জানা যায়, এদিন ওই এলাকায় অফিস টাইমে বাঁকড়া থেকে যাত্রী বোঝাই করে ধর্মতলার দিকে যাচ্ছিল একটি বাস। সেইসময় উল্টো দিক থেকে একটি বেসরকারি বাস তীব্র গতিতে ছুটে আসছিল। এরপরই আচমকাই ওই বাসটি ধাক্কা মারে টোটোটিতে।
এই ঘটনা দেখে সাথে সাথে ছুটে আসেন স্থানীয়েরা। এরপর তারা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে তারা আসে ও গুরুতর জখম অবস্থায় ওই টোটো চালককে উদ্ধার করে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এরপর পুলিশ এই সম্পূর্ণ ঘটনা কীভাবে ঘটল তা জানতে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে। তাদের সাঠে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক নটার দিকে এই ঘটনা তারা ঘটতে দেখে। এদিন ওই যাত্রী বোঝাই তীব্র গতিতে এগিয়ে আসছিল ইছাপুর জল ট্যাঙ্ক মোড়ের কাছে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা টোটোতে। ঘটনার জেরে দুমড়ে মুছরে যায় টোটোটি।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে। বাঁকড়া থেকে যাত্রী বোঝাই করে ধর্মতলা দিকে যাচ্ছিল বাসটি। ইছাপুর জল ট্যাঙ্ক মোড়ের কাছে ওই বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাতে দুমড়ে মুছরে যায় টোটোটি। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় গুরুতর জখম হন টোটো চালক। তবে এই ঘটনায় ওই বাস চালকটি পলাতক। তবে তারা ওই বাসটিকে আটক করেছে।