রাজ্যের খবর

স্বপ্ন বুনছে উত্তরবঙ্গের জয়গাঁর, নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক  

North Bengal's Jaigaon is weaving dreams, a new industrial park

Truth Of Bengal : উত্তরবঙ্গে আরও ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার উদ্যোগ। সীমান্তবর্তী জয়গাঁয় কর্মসংস্থানের লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। কাজের খোঁজে আলিপুরদুয়ারের যেসব মানুষ ভিনরাজ্যে যান তাঁদের এই রাজ্যে রোজগারের ব্যবস্থা করতে উদ্যোগী প্রশাসন। পর্যটনের মতোই ক্ষুদ্রশিল্পের হাত ধরে চা বলয়ে আর্থ-সামাজিক  বিকাশ সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা।

বাংলা ক্ষুদ্রশিল্পে দেশে এক নম্বরে রয়েছে। সেই জায়গা ধরে রাখতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিল বাংলার সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বড়শিল্পের মতোই ক্ষুদ্রও মাঝারি শিল্পের মাধ্যমে সুসমন্বিত বিকাশ করার কথা ঘোষণা করেছেন।

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বিধানসভা কেন্দ্র খড়দহে একটি শিল্পতালুক তৈরির উদ্যোগ নিয়েছেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা আসার পরেই বদলে গিয়েছে বাংলা শিল্পের পরিবেশ। বিনিয়োগ আসছে, বাড়ছে কর্মসংস্থান।

বড় শিল্প তৈরির জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পতালুক তৈরি করেছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম। অথচ বছরের পর বছর সেখানে জমি ফাঁকা পড়ে সেখানে ছোট উদ্যোগের হাত ধরে শিল্পায়নের ভবিষ্যত পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন। ব্যাপক কর্মসংস্থানের স্বার্থে  ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকারের তালিকায় রেখেছে রাজ্য সরকার। তাতে রোজগারমুখী প্রকল্প জোয়ার আসছে, উত্তরবঙ্গে উত্তরোত্তর বিকাশের ধারা বজায় রাখতে এবার নব উদ্যোগ।

যেখানে কর্মসংস্থান নিয়ে বারবার প্রশ্ন তোলে সেখানে রাজ্য সরকার সমবিকাশের ধারণা কার্যকর করে প্রান্তিক ভূমিকেও উন্নয়নের শিকরে রাখার চেষ্টা করছে বলে দাবি করছেন জয়গাঁ উন্নয়ন পর্যদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।

আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁয় ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার কাজ ৯০শতাংশ শেষ হয়ে গেছে। শিল্পপতিরা জয়গাঁ এলাকায় এসে দেখে যাচ্ছেন জমি। হাসিমারা থেকে জয়গাঁ শহরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। তবে জয়গাঁ শিল্প তালুক যেতে শহরের রাস্তা ধরতে হবে না। হাসিমারা থেকে এর দূরত্ব হবে ১৪ কিলোমিটার জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই শিল্প তালুক। ২০২২ থেকে শুরু হয়েছে শিল্প তালুকের কাজ। এই শিল্প তালুকটি পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের তরফে তৈরি করা হচ্ছে। ৩৭ একর জমির ওপর তৈরি হচ্ছে শিল্প তালুকটি। এই শিল্প তালুকের চারপাশের সীমানা প্রাচীর দেওয়ার কাজ শেষ। ৩৬ টি প্লট বের করা হয়েছে, যেখানে তৈরি হবে কারখানা। বর্তমানে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে। জল সরবরাহর জন্য ট্যাংকি বসানো হবে। সেই কাজটি বাকি। শিল্প তালুকের হাত ধরে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা সীমান্তবর্তী এলাকার মানুষের।

 

Related Articles