কলকাতা

জে আই এস বিশ্ববিদ্যালয় এর সমাবর্তন

JIS University Convocation

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: জে আই এস বিশ্ববিদ্যালয় এর পঞ্চম বার্ষিক সমাবর্তন উৎসব হল তাদের উত্তর ২৪ পরগনার আগরপাড়া ক্যাম্পাসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে আইএস বিশ্ববিদ্যালয় এর আচার্য তথা জে আইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরনজিৎ সিং ,জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সরদার হরনজিৎ সিং, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সরদার অমৃক সিং, ভারত সরকারের ন্যাশনাল সায়েন্স চেয়ার সাইন্টিফিক এক্সিলেনস্ এবং জন সি মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ এন্ড ইনোভেশন্স এর ডিস্টিংগুইসড প্রফেসর অধ্যাপক পার্থপ্রতিম মজুমদার, কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস এর সিইও তথা এক্সেকিউটিভ ডিরেক্টর ডা: রামজি সিং, বোস ইনস্টিটিউট এর ডিরেক্টর অধ্যাপক কৌস্তুভ সান্যাল, জে আইএস ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিজ এন্ড রিসার্চ এর অধিকর্তা ও আই আই ই এস টির প্রাক্তন অধিকর্তা পদ্মশ্রী প্রাপক অধ্যাপক অজয় কুমার রায়,জে আইএস বিশ্ববিদ্যালয় এর সহ আচার্য অধ্যাপক ড: নীরজ সাক্সেনা, উপাচার্য অধ্যাপক ভবেশ ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, পরিচালক, ডিন, অনুষদ এর সদস্যরা।

মোট ৯৫৬ জন ছাত্রছাত্রীকে ডিগ্রী প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় মেডেলও প্রদান করা হয় সেরা ছাত্র ছাত্রীদের। অনুষ্ঠানের শুরুতে জে আইএস গ্রুপ এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান এমেরিটাস সরদার যোধ সিং, বাবুজি ও চেয়ারপার্সন সরদার্ণী শতনম কউর এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানটি একটি বর্ণাঢ্য একাডেমিক শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। এরপর সমাবর্তন উৎসবের সূচনা ঘোষণা করা হয়। মোট ৯৫৬ জন শিক্ষার্থী তাদের ডিগ্রি এবং ডিপ্লোমা পেয়েছে, যার মধ্যে ৬৪৮ জন স্নাতক ডিগ্রি, ২২১ জন স্নাতকোত্তর ডিগ্রি, ৭৫ জন ডিপ্লোমা এবং ১২ জন পিএইচডি। ডিগ্রী একাডেমিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ, ৪৩জন ছাত্রকে স্বর্ণপদক, ৩২জন কে রৌপ্য পদক এবং ২৫ জন কে ব্রোঞ্জ পদক দেওয়া হয়।

সমাবর্তন উৎসব উপলক্ষে জে আইএস বিশ্ববিদ্যালয় এর আচার্য তথা জে আইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরনজিৎ সিং বলেন, জে আইএস বিশ্ববিদ্যালয় এ আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা জ্ঞান, উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বকে লালন করে। এই সমাবর্তন উৎসব আমাদের শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করে, যারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের অসামান্য কৃতিত্ব এবং তাদের অবদানকে আরো এগিয়ে নিয়ে যেতে সংকল্পবদ্ধ।

জে আইএস বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানাধিকারীদের মধ্যে ড. শায়েরী বিশ্বাস, পিএইচ.ডি. সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস (সিআইএস) থেকে বিজ্ঞানে, তার অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য পিএইচডি-গোল্ড মেডেল (সেরা রিসার্চ ক্রেডেনশিয়াল) ভূষিত হয়েছেন। প্রজ্ঞা ব্যানার্জি, বিএসসি বায়োসায়েন্স বিভাগ থেকে বায়োকেমিস্ট্রিতে (অনার্স) চ্যান্সেলরস গোল্ড মেডেল (স্নাতক) পেয়েছেন।

পুস্পিতা সিকদার কে এম.ফার্ম ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে কোয়ালিটি অ্যাসুরেন্সে চ্যান্সেলরস গোল্ড মেডেল (স্নাতকোত্তর) দিয়ে সম্মানিত করা হয়েছে। অত্যন্ত মর্যাদাপূর্ণ জে আই এস ইউনিভার্সিটি ব্লু পুরষ্কারটি প্রত্যাসা বন্দ্যোপাধ্যায়, এমএসসি-কে প্রদান করা হয় ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে ফিজিক্সে, মহিলা বিভাগে ও প্রণব গোয়েঙ্কা, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, পুরুষ বিভাগে দেওয়া হয়। এই ডিগ্রী এবং শংসাপত্র গুলি জেআইএস ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদে প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি ,ম্যানেজমেন্ট স্টাডিজ,ফার্মেসি অনুষদ,বিজ্ঞান,শিক্ষা, জুরিডিকাল সায়েন্সেস, আতিথেয়তা এবং হোটেল প্রশাসন অনুষদ,জে আইএস ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিজ এন্ড রিসার্চ এবং ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার। সমাবর্তন উৎসব সমাপ্তি ঘোষণার পরে জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Related Articles