১৪ এপ্রিল উদ্বোধন কালীঘাট স্কাইওয়াকের, জানালেন মুখ্যমন্ত্রী
Kalighat Skywalk to be inaugurated on April 14, says Chief Minister

Truth Of Bengal: ২০২১ সালের অক্টোবর মাসে নানা জট কাটিয়ে শুরু হয়েছিল কালীঘাট স্কাই ওয়াকের কাজ। স্কাইওয়্যাকটি ৪৫০ মিটার দীর্ঘ ও ১০ মিটার চওড়া। ওই স্কাইওয়াকটি একটি দিক যাবে গুরুপদ রোডের দিকে। কার্যত মন্দিরে যেতে আসতে দর্শনার্থী ও পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয়, তারজন্যই এই স্কাইওয়াক তৈরিতে বিশেষ তৎপর পুরসভা।
অবশেষে বহু প্রতিক্ষীত সেই স্কাইওয়াক আগামী ১৪ এপ্রিল উদ্বোধন হবে বলে সোমবারের বৈঠক থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্যপালের কাছে যে অনেক ফাইল পড়ে রয়েছে বলে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিষয়টি দেখার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন শিল্পপতিরা রাজ্য সরকারের সহায়তার কথা জানিয়েছেন বৈঠকে।এদিন শিল্প সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্পায়নে গতি আনতে সেখান থেকে একটি বিশেষ পোর্টালের উদ্বোধনও করা হয়। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন হবে।
কালীঘাট স্কাইওয়াক তৈরি করা নিয়ে আগে নানান জটিলতা দেখা দিয়েছিল। ওই জটিলতা কাটানো গিয়েছে। সম্প্রতি কালীঘাট চত্বর হকার মুক্ত করা হয়। ওই হকাররা এসে হাজরা পার্কে বসেছেন। এবার স্কাইওয়াক তৈরি হয়ে যাওয়ায় হকাররা আবার হাজরা পার্ক থেকে ফিরে আসবেন কালীঘাট স্কাইওয়াক চত্বরেই তৈরি হওয়া নতুন মার্কেট। সেখানে হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দিচ্ছেবে কলকাতা পুরসভা।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, কালীঘাট স্কাইওয়াক নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর পুরোটাই বহন করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এখানের সমস্ত হকারদের পুনর্বাসন দেওয়া হচ্ছে।