মুর্শিদাবাদে ধৃত ২ বাংলাদেশি ও এক ভারতীয় দালাল
2 Bangladeshis and an Indian broker arrested in Murshidabad

Truth Of Bengal: বৃহস্পতিবার রাত্রে ভারত-বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের জলঙ্গীর চরপরশপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার ও তাঁর পুলিশ দল গোপনে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শফিকুল মণ্ডল ও সজীব শেখ। দু’জনেরই বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া ও দৌলতপুর এলাকায়। ভারতীয় ওই দালালের নাম সাইউর হোসেন, বাড়ি জলঙ্গি থানা এলাকায়। ধৃত তিনজনকে শুক্রবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ।
আরও জানা যায়, দুই বাংলাদেশি দীর্ঘদিন ধরেই ভারতে থাকত। বৃহস্পতিবার বাড়ি ফেরার পথেই তাদের গ্রেফতার করা হয়। তবে ধৃতরা কেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিল, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে কখনও জঙ্গি যোগ তো কখনও আবার অনুপ্রবেশের ঘটনা প্রকাশ্যে আসছে। পাশাপাশি জলঙ্গি সীমান্তবর্তী এলাকায় নেই কোনও কাঁটাতারের বেড়া। আর তাঁর সুযোগেই অনুপ্রবেশ বারবার করে চলেছে।