আন্তর্জাতিক

সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত্যু হয়েছে ৪৬ জনের

Deadly plane crash in Sudan, 46 dead

Truth Of Bengal : ভয়াবহ বিমান দুর্ঘটনা সুদানে। ভেঙে পড়ে একটি সামরিক বিমান। বিমানটি ভেঙে পড়তেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। তবে সরকারি ভাবে সেই দেশের পক্ষ থেকে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কোন সংখ্যা জানানো হয়নি।

সূত্রের খবর এই দুর্ঘটনা ঘটেছে সুদানের রাজধানী খার্তুমের ওমদুরমানে। বিমান অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন সেনা আধিকারিদের। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন মহিলা ও শিশু। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মূলত যান্ত্রিক ত্রুটির জেরেই এই অঘটন।

উল্লেখ্য এটাই প্রথমবার নয়, সুদানে এর আগেও বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। গত মাসেও বিমান দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছে। বিমানটি যখন তেলের খনি অঞ্চলের রানওয়ে থেকে রাজধানী জুবার উদ্দেশে যাচ্ছিল সেই সময় বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার সময় সকাল ১০ টা। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানটির পাইলট এবং কো পাইলটের। যে সকল যাত্রী ছিল তারা সকলেই ওই তেলের খনির কর্মী বলে জানা গেছে। এই দুর্ঘটনায় ১ জন বেঁচে ছিল, বাকি সকলের মৃত্যু হয়েছে। বেঁচে থাকা ওই ব্যক্তি তৈলক্ষেত্রের সুদানি ইঞ্জিনিয়ার। সেই মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও মর্মান্তিক দুর্ঘটনা সুদানে।

Related Articles