IIIT রাঁচিতে সাম পিত্রোদার বক্তৃতায় হ্যাকারের হানা, সম্প্রচারিত হলো পর্নোগ্রাফি!
Sam Pitroda's lecture at IIIT Ranchi was hacked, pornography was broadcast!

Truth Of Bengal: প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রযুক্তিবিদ সাম পিত্রোদা অভিযোগ করেছেন যে, IIIT রাঁচিতে তার অনলাইন বক্তৃতার সময় কেউ হ্যাকিং করে পর্নোগ্রাফিক ভিডিও সম্প্রচার করেছে। সাম পিত্রোদা ২২ ফেব্রুয়ারি এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করা একটি ভিডিওতে জানান, তিনি “Conversation with Sam: Relevance of Gandhi in These Turbulent Times” শীর্ষক এক অনলাইন আলোচনায় বক্তব্য রাখছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি ভার্চুয়াল ইভেন্টে প্রবেশ করে আপত্তিকর ভিডিও চালিয়ে দেয়, ফলে আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হতে হয়।
Sam Pitroda claims he was speaking at IIT Ranchi & some students played Porn by hacking link. Says this shows “there’s no democracy”
What has Democracy to do with this?
And Ranchi doesn’t have IIT, but IIIT!
Had Pitroda visited a Porn Site & was caught red-handed by someone?😂 pic.twitter.com/AcDACHaWLE
— BhikuMhatre (@MumbaichaDon) February 26, 2025
তিনি বলেন, “সম্প্রতি আমি রাঁচির IIT-এ বক্তৃতা দিচ্ছিলাম—প্রায় ১০০ শিক্ষার্থীর সামনে। হঠাৎ কেউ হ্যাক করে পর্নোগ্রাফিক কনটেন্ট দেখাতে শুরু করল, এবং আমাদের বাধ্য হয়ে অনুষ্ঠানটি বন্ধ করতে হলো। এটি কি গণতন্ত্র? এটি কি ন্যায়সঙ্গত?” তবে সাম পিত্রোদার বক্তব্যে একটি স্পষ্ট ভুল ধরা পড়েছে—রাঁচিতে কোনো IIT নেই, আছে IIIT। তার এই ভুল নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
একজন ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, “সাম পিত্রোদা দাবি করছেন তিনি IIT রাঁচিতে বক্তৃতা দিচ্ছিলেন এবং কিছু শিক্ষার্থী হ্যাক করে পর্ন চালিয়ে দেয়। তিনি বলছেন, এর ফলে গণতন্ত্র নেই প্রমাণিত হচ্ছে! গণতন্ত্রের সঙ্গে এর সম্পর্ক কী? আর রাঁচিতে IIT নেই, IIIT আছে!” সাম পিত্রোদা শিক্ষাপ্রতিষ্ঠানে গণতন্ত্রের সংকোচন এবং স্বাধীন চিন্তাধারার বাধা হিসেবে এই ঘটনার উল্লেখ করেছেন। তবে তিনি কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন কিনা, তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত IIIT রাঁচি বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।