ফের সিরিয়ায় ভয়াবহ আক্রমণ ইজরায়েলের, হামলার জেরে মৃত ২
Israel launches another deadly attack on Syria, killing two

Truth Of Bengal : আবারও সিরিয়ায় ভয়াবহ হামলা ইজরায়েলের। এদিন আকাশ পথে হামলা চালায় সিরিয়া। জানা গেছে দক্ষিণ সিরিয়ার সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। এই ভয়াবহ হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। ওই ২ জন সিরিয়ার সেনাকর্মী নাকি সাধারণ নাগরিক সেই বিষয়ে এখনও জানা যায়নি।
সিরিয়ার এক টেলিভিশন চ্যানেল থেকে জানানো হয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কাসের দক্ষিণে সেনার ঘাঁটিতে হামলা চালানো হয়েছে ইজরায়েলের পক্ষ থেকে। পাশাপাশি হামলা চালানো হয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা অঞ্চলেও। এই হামলার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিরিয়ার অস্ত্রভাণ্ডারে। এমনকি কামান্ড সেন্টারের মধ্যেও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়ার ওই অঞ্চলে অসামরিকীকরণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারপরেই চালানো হয় হামলা।
নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন দামাস্কাসের দক্ষিণে তিনি চান না সিরিয়া সেনা বা হায়াত তাহরির আল-শামের বাহিনীর কোন অস্তিত্ব। এই কথা তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়েই বলেছেন। দামাস্কাসের দক্ষিণের দিকে যে সব অঞ্চল গুলি রয়েছে সেগুলি হল কুয়েনেইত্রা, দারা ও সুয়াদা অঞ্চল। আসলে গত ডিসেম্বর মাসে যখন থেকে সিরিয়ায় বাশার আল-আসাদের অবসান ঘটে তবে থেকেই আক্রমণ চালাতে থাকে ইজরায়েল।