ছ’জনকে খুন করে অবশেষে থানায় ‘আত্মসমর্পণ’ কেরলের যুবকের
Kerala youth finally 'surrenders' to police station after killing six people

Truth Of Bengal: থানায় পৌঁছে মা, ভাই ও প্রেমিকা-সহ ৬ জনকে খুনের কথা স্বীকার করলেন এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে। তেইশ বছরের ওই যুবক থানায় আত্মসমর্পণ করেন ও জানান তিনি ছ’জনকে খুন করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিকভাবে, তদন্তের পর পুলিশ খোঁজ পায় অভিযুক্ত ধারালো অস্ত্র এবং হাতুড়ির সাহায্যে মাকে খুনের চেষ্টা করেন। তাতে তিনি ব্যর্থ হন। অভিযুক্তের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে, এটা বাদ দিয়ে বাকি পাঁচটি মৃত্যুর ঘটনার তথ্যই পুলিশসূত্রে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তরুণের বিদেশে ব্যবসা রয়েছে। সেখানেই নাকি বিশাল ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। সেই ঋণ শোধ করার জন্য পরিবারের কাছে সাহায্য চান ওই অভিযুক্ত। তাঁকে সাহায্য না করার অভিযোগ উঠে আসছে খবর সূত্রে। আর ঠিক সেই কারণেই নাকি তিনি এই কাণ্ডটি ঘটান। তাঁর এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর মোবাইলের খুটিঁনাটি, তিনি কোনওপ্রকার নেশার সাথে যুক্ত কিনা এই বিষয়গুলিও ভাল করে খতিয়ে দেখা হচ্ছে।
তবে গোটা ঘটনায় পুলিশি অনুমান, প্রতিটি খুনই পূর্বপরিকল্পিত। অভিযুক্ত নিজেও বিষ খেয়ে আত্মঘাতী হতে চান বলে দাবি করেন। তারপর তাঁকে আইসিইউতে পাঠানো হয়, বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ।