প্রযুক্তি

পেমেন্টের সুবিধা মিলবে, ভারতের প্রথম সোলার সাউন্ড বক্স আনতে চলেছে Paytm

Paytm is going to bring India's first solar sound box, which will provide payment facilities

Truth Of Bengal : মৌ বসু: অনলাইন আর্থিক লেনদেন সংস্থা Paytm আনতে চলেছে ভারতের প্রথম সোলার সাউন্ডবক্স ৷ এই সাউন্ডবক্সটি পরিবেশবান্ধব এবং কোনও বাধা ছাড়াই সুষ্টভাবে পেমেন্ট পরিষেবা পরিচালনা করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে ৷ সূর্যালোকে চার্জ দিলেই এটি সারাদিন চলবে ৷ সাশ্রয়ী মূল্যের সাউন্ড বক্সের ওপরের দিকে একটি সৌর প্যানেল রয়েছে ৷ যা সূর্যের আলোতে স্বয়ংক্রিয়ভাবে চার্জ করতে পারে ডিভাইসটিকে । এতে দু’টি ব্যাটারি রয়েছে । এর মধ্যে একটি সৌরশক্তি দ্বারা চার্জ করা যাবে এবং অন্যটি বিদ্যুৎ দ্বারা চার্জ করা যাবে।

কীভাবে কাজ করবে সোলার সাউন্ড বক্স

পেটিএম-এর এই সাউন্ডবক্সটি সূর্যের আলোতেই চার্জ করা যাবে ৷ এটি চার্জ করার জন্য প্রখর সূর্যালোকের প্রয়োজন নেই ৷ একবার চার্জ দিলেই সারাদিন চলবে । এমনকি এটি চার্জ হতেও বেশি সময় নেবে না ৷ মাত্র ২-৩ ঘণ্টা সূর্যালোকে চার্জ দিলেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে৷ সূর্যের আলোতে নিজে থেকে চার্জ হয়ে যাবে। ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ। ১১টি ভাষা সাপোর্ট করবে।দ্রুত 4G সংযোগের সুবিধা মিলবে। 3-ওয়াটের স্পিকার রয়েছে। ঘন ঘন ব্যাটারি চার্জ করতে হবে না। এই ডিভাইসটি ব্যবহার করে, ব্যবসায়ীরা তাদের দোকানে Paytm-এর QR কোড ব্যবহারের পাশাপাশি UPI এবং RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবেন।

Related Articles