দেশ

দিল্লিগামী মার্কিন বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ রোমে

Bomb scare on Delhi-bound US flight forces emergency landing in Rome

Truth Of Bengal: নিউইয়র্ক থেকে দিল্লি ফেরত মার্কিন বিমানে বোমাতঙ্ক! যার জেরে যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। এই পরিস্থিতিতে, ভারতের পরিবর্তে ইতালির রোমে জরুরি ভিত্তিতে নামানো হয় বিমানটিকে। যাত্রীবাহী বিমানটির নাম বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। সুত্রের খবর, যাত্রীবোঝাই বিমানটিতে বোমা থাকার খবর পেয়ে মাঝ আকাশেই যুদ্ধবিমানকে খবর দেওয়া হয়। তার সাহায্যেই রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয় ওই বিমানটি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার নিউইয়র্ক বিমানবন্দর থেকে ১৯৯ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। আকাশে ওড়ার কয়েকক্ষণ পরেই মাঝপথে খবর আসে বোমা রয়েছে ওই বিমানে। তখন কৃষ্ণসাগর পেরোচ্ছে বিমান। সেই পরিস্থিতিতে বিমানের অভিমুখ ঘোরানো হয় ইতালির দিকে।

পরবর্তীতে, ইতালির বায়ুসীমায় প্রবেশ করানোর পর, সেই দেশেরই একটি যুদ্ধবিমান প্রায় স্কর্ট করে মার্কিন বিমানটিকে রোমে নিয়ে যায়। যার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

সূত্র মারফত খবর, রোমে অবতরণ করে সকল যাত্রীদের বিমান থেকে নামানো হয়। চিরুনি তল্লাশি শুরু করে নিরাপত্তা আধিকারিকরা। তবে, বিমানে সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছে কিনা তা স্পষ্ট করেনি তাঁরা। ঘটনাপ্রসঙ্গে এক আধিকারিক জানান, “ইমেল মাধ্যমে হুমকিবার্তা দেওয়া হয়েছিল। যদিও, বর্তমানে পরিবেশ অনুকূল রয়েছে।“

Related Articles