রাজ্যের খবর

ফের শ্যুটআউট হাওড়ায়, ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি

Another shootout in Howrah, gunfire targeted businessman

Truth of Bengal: হাওড়ায় ফের গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। শুক্রবার রাতে লিলুয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ী রাস্তায় পড়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর পেটে গুলি লেগেছে। প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁকে উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

কী ঘটেছিল সেই রাতে? পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম রাজেশ সিংহ। তিনি নিজের ফ্ল্যাটের সামনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তখনই আচমকা বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর ভাই নীতেশ সিংহ জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে পৌঁছে যান এবং দেখেন দুষ্কৃতীরা বাইকে করে দ্রুত পালিয়ে যায়। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

পুলিশি তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা গুলিকাণ্ডের পর ঘটনাস্থলে পৌঁছে যায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। হাওড়া সিটি পুলিশের ডিসি (উত্তর) বিশপ সরকার বলেন, “তদন্ত চলছে, বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

এর আগে ঘটে যাওয়া গুলিকাণ্ড প্রসঙ্গত, এর মাত্র দু’দিন আগেই, মধ্যরাতে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের কাছে গৌড়ীয় মঠের পাশে হুগলির চণ্ডীতলা থানার আইসি, জয়ন্ত পাল গুলিবিদ্ধ হন। তাঁর বাঁ হাতে গুলি লেগেছিল এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এক সপ্তাহের ব্যবধানে দুটি গুলিকাণ্ডের ঘটনায় হাওড়ার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশি নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে। তদন্তের ভিত্তিতে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Related Articles