বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শেখার সুযোগ
Opportunity to learn foreign languages at Burdwan University

Truth of Bengal: মৌ বসু: রাজ্য তথা দেশের অন্যতম ঐতিহ্যবাহী সেরা শিক্ষা প্রতিষ্ঠান হল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের তরফে ফরাসি এবং রুশ ভাষা শেখার সুযোগ আছে। ফরাসি এবং রুশ ভাষায় সার্টিফিকেট, ডিপ্লোমা ও অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন নেওয়া হচ্ছে।
২৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.buruniv.ac.in) মারফত। ফরাসি এবং রুশ ভাষায় প্রশিক্ষণের আসন সংখ্যা ১০০টি করে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে।
সার্টিফিকেট কোর্সে আবেদনের জন্য যে কোনো শাখায় স্নাতক হতে হবে। ডিপ্লোমা কোর্সে আবেদনের জন্য যে কোনো শাখায় স্নাতক হওয়ার পর সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে। অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে আবেদনের জন্য যে কোনো শাখায় স্নাতক পাশ করার পর সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে।
অনলাইনে ১৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।
রেজিষ্ট্রেশন লিঙ্ক—https://www.digialm.com:443/EForms/configuredHtml/1254/76126/Registration.html। লগ ইন লিঙ্ক হল https://www.digialm.com:443/EForms/configuredHtml/1254/76126/login.html। স্নাতক স্তরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীদের বাছাই করা হবে। বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের দিকে।