রাজ্যের খবর
রায়গঞ্জে তৃনমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে চলল হামলা, তদন্তে পুলিশ
Raiganj Trinamool Panchayat chief's house attacked, police investigating

Truth Of Bengal: বুধবার ভোররাতে রায়গঞ্জের মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীনগর বেলতলা এলাকায় তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়িতে ভোররাতে হামলার ঘটনা ঘটে । কয়েকজন দুষ্কৃতি তার বাড়িতে ঢুকে প্রথমে বোমা ও গুলি ছোড়ে, এর পর একের পর এক পাথর নিক্ষেপ করতে থাকে। হামলায় বাড়ির কাচের জানলা দরজা সম্পূর্ণ ভাবে ভেঙ্গে যায়।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক রায় বলেন, “আমরা ঘরের ভিতর থাকতেই আচমকা কয়েকজন এসে হামলা চালায়, প্রথমে বোমা তারপর গুলি ও পাথর ছুরতে শুরু করে। এতে আমরা আতঙ্কিত হয়ে পরি’’।