কলকাতা

মাঝপথে গাড়ি বিকল, পুলিশি তৎপরতায় পরীক্ষা কেন্দ্র পৌঁছল পরীক্ষার্থীরা

Car breaks down midway, candidates reach exam center with police assistance

Truth Of Bengal: মঙ্গলবার সকাল ৮:৪৫ নাগাদ পিকনিক গার্ডেন থেকে কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী একটি গাড়ীতে হাওড়া শিবপুরে তাদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন মা ফ্লাইওভার দিয়ে। হটাৎ করে গাড়ীটির পিছনের ডানদিকের চাকা বিকল হয়ে যায়। পরিস্থিতির আকস্মিকতায় পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক তখন সেখানে উপস্থিত ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা ঘটনাটি ইস্ট ট্রাফিক গার্ডে জানায়। ঘটনা স্থলে উপস্থিত পুলিশ কর্মীদের গার্ড থেকে নির্দেশ দেওয়া হয়, পরীক্ষার্থীদের যেন পার্ক সার্কাস সাত মাথার মোড় পর্যন্ত নিরাপদে নিয়ে আসা হয়।

নির্দেশ মোতাবেক একজন পুলিশকর্মী পরীক্ষার্থীদের আটকে পড়া গাড়ি থেকে খুব দ্রুততার সাথে নামিয়ে একটি গাড়ীতে তুলে পার্ক সার্কাস সাত মাথার মোড় পর্যন্ত নিয়ে যান। ইতিমধ্যে ইস্ট ট্র্যাফিক গার্ডের তরফে একটি গাড়ীকে প্রস্তুত রাখা হয় সাত মাথার মোড়ে যাতে করে পরীক্ষার্থীরা নিরাপদে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌছিয়ে যান। দ্রুততার সাথে এই ব্যবস্থার জন্য ঐ পরীক্ষার্থীরা কলকাতা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা তাদের সাফল্য কামনা করি।

Related Articles