ঘরের মাঠে কেরল কঠিন প্রতিপক্ষ, তবুও ছন্দে থাকা মোহনবাগানই এগিয়ে: বিজয়ন, আনচেরি
Kerala are tough opponents at home, but Mohun Bagan, who are in good form, are ahead: Vijayan, Ancheri

Truth Of Bengal: সৌম্য বাগচী: একটা সময় সবুজ-মেরুন জার্সি গায়ে দাপিয়ে ফুটবল খেলেছেন আইএম বিজয়ন ও জো পল আনচেরি। দুই মালয়ালি যুবকের যুগলবন্দিও কলকাতার ফুটবল ময়দানে জমে উঠেছিল। এখন তাঁরা দুজনেই প্রাক্তন হয়ে গিয়েছেন। কিন্তু পুরনো ক্লাবের প্রতি ভালবাসা এখনও রয়ে গিয়েছে তাঁদের দু’জনেরই।
শনিবার কেরলের বিপক্ষে আইএসএল-র গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। চলতি মরসুমে দূরন্ত ছন্দে রয়েছে মোলিনার দল। ধারে-ভারে সব দিক থেকেই বিপক্ষ দলগুলিকে অনেক পিছনে ফেলে দিয়েছে গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবটি। কেরলকে হারাতে পারলেই লিগ-শিল্ড জয়ের একদম দোড়গোড়ায় পৌঁছে যাবে মোলিনার দল। কেরলের মাটিতে ম্যাচ, তার আগে এই ম্যাচ নিয়ে নিজেদের মত ব্যক্ত করলেন দুই প্রাক্তন মালয়ালি মোহনবাগানী।
ভারতীয় ফুটবলের কালো হরিণ জানান, ‘চলতি আইএসএল-এ মোহনবাগান তো অপ্রতিরোধ্য। প্রতিটা ম্যাচেই যেন নিজেদেরকে ছাপিয়ে যাচ্ছে মোলিনার ছেলেরা। আসল কথা হল, দলের প্রত্যেকটি খেলোয়াড় দূরন্ত ছন্দে রয়েছে। এছাড়া ওদের রিজার্ভ বেঞ্চও যথেষ্ট শক্তিশালী। তার ফলই ওরা পাচ্ছে।’
অপরদিকে নিজের ঘরের দল কেরল ব্লাস্টার্স সম্পর্কে বলতে গিয়ে বিজয়ন বলেন, ‘আসল কথা কেরল দলটা আশানরূপ পারফরম্যান্স করতে পারেনি। শক্তিতে মোহনবাগানের থেকে ওরা অনেকটাই পিছিয়ে রয়েছে। তবুও আমার মনে হয়, যেহেতু কেরলের ঘরের মাঠে ম্যাচ, তাই ওরা সর্বশক্তি নিয়েই মাঠে নেমে ম্যাচ জিততে চাইবে। ফলে ভাল একটা লড়াই হতে পারে। তবুও শক্তির বিচারে এই ম্যাচে মোলিনার দলই ফেবারিট।’
অন্য দিকে বাগানের আর এক প্রাক্তনী জো পল আনচেরিও জানান, ‘এই আইএসএল-এ মোহনবাগান যে গতিতে ফুটবল খেলছে, তাতে অঘটন না ঘটলে অন্য দলগুলির পক্ষে সবুজ-মেরুনকে আটকানো কঠিন। দলটা পুরো টিম গেম ফুটবল খেলছে। কখনও স্ট্রাইকাররা গোল করতে পারছে না তো ডিফেন্ডাররা করছে, আবার তারা না পারলে মিডিওরা করছে। এটাই তো ফুটবল। পাশাপাশি কোচ মোলিনার হাতে বিকল্প ফুটবলারও রয়েছেন প্রচুর। যাঁরা যে কোনও মুহূর্তে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই কারণে ছন্দে থাকা মোহনবাগানই আমার কাছে শনিবারের ম্যাচে ফেভারিট।’
কেরল ঘরের খেলবে, কেন তারা ফেবারিট নয়, নোয়া না থাকাটা কি একটা বড় ফ্যাক্টর? এই সম্বন্ধে আনচেরি বলেন, ‘আসলে কেন জানি না কেরল দলটাকে চলতি আইএসএল-এর শুরু থেকেই কিছুটা ছন্দহীন লাগছিল। ওদের ফুটবলারদের পারফরম্যান্স-ও বেশ হতাশ করেছে আমাকে। আমি আশা করেছিলাম কেরল হয়ত এবার আইএসএল-এ ভাল লড়াই করবে। কিন্তু সেটা দেখতে পেলাম না। তবে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওরা কিন্তু দূরন্ত লড়াই করেছিল। বেশ কিছুটা সময় এগিয়েও ছিল।
কিন্তু ওই যে বললাম, টিমটার নাম মোহনবাগান। ওদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। ঠিক সেটাই হয়েছিল। পাশাপাশি এই ম্যাচে নোয়া না থাকায় কেরলের যেমন ক্ষতি হল, ঠিক তেমনি লাভবান হল বাগান ডিফেন্স। কেননা, অনেক নিশ্চিন্তে মোহনবাগান রক্ষণ খেলতে পারবে। ফলে আমার মতে কেরল হাড্ডাহাড্ডি লড়াই করার চেষ্টা করলেও মোহনবাগান-ই এগিয়ে থাকবে এই ম্যাচে।’