দেশ

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরত নেবে ভারত: মোদি

India will take back illegal immigrants from US: Modi

Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে ভারত প্রত্যেক বেআইনি অনুপ্রবেশকারী নাগরিককে ফেরত নেবে। মোদি স্পষ্টভাবে জানিয়েছেন, বেআইনিভাবে বিশ্বের কোনও দেশেই থাকার অধিকার নেই। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ভারতীয় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে পাচার করা হচ্ছে বিদেশে।

গত সপ্তাহে ১০৪ জন ভারতীয়কে হাতে হাতকড়া পরিয়ে, পায়ে শেকল বেঁধে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়। এরপর এই প্রথমবার অনুপ্রবেশকারীদের ফেরানো প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “ভারতের দরিদ্র যুবকদের ভুল বুঝিয়ে বিদেশে পাঠানো হচ্ছে। সাধারণ পরিবারের সন্তানদের বড় স্বপ্ন দেখিয়ে প্রতারণা করা হচ্ছে। অনেকেই জানে না কেন তাদের এভাবে পাঠানো হয়েছে, অনেককে পাচারও করা হয়েছে।”

মোদি আরও বলেন, মানব পাচার বন্ধ করতে ভারত ও আমেরিকাকে একসঙ্গে কাজ করতে হবে।পাচারচক্র নির্মূল করতে ভারত ইতিমধ্যেই ‘যুদ্ধে’ নেমেছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সর্বতোভাবে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে ‘অনুপ্রবেশকারী হঠাও’ অভিযান শুরু করেছেন। এই অভিযানের আওতায় শত শত মানুষকে আমেরিকা থেকে বিতাড়িত করা হচ্ছে।

ভারত শুরু থেকেই আমেরিকার অভিবাসন নীতিকে সমর্থন করে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, আমেরিকার প্রশাসন অন্তত ১৮,০০০ ভারতীয়কে ‘বেআইনি অনুপ্রবেশকারী’ হিসাবে চিহ্নিত করেছে। তাদের আমেরিকা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

Related Articles