কলকাতা

বারবার ক্ষমা নয়, বিতর্কিত মন্তব্য নিয়ে বিধায়কদের বার্তা মমতার

Mamata Banerjee's message to MLAs on controversial comments, not repeated apologies

Truth Of Bengal: দুই তৃতীয়াংশ ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসই ছাব্বিশে বাংলার ক্ষমতায় ফিরবে। পশ্চিমবঙ্গে আর কারোর দরকার নেই। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে একলা চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,অনেকেই দল বিরোধী মন্তব্য করছেন, পরে ক্ষমা চাইছেন, বারবারবার ক্ষমা করা সম্ভব নয়। তিনিই যে দলে শেষকথা সেকথাও স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মিশন-২৬। একবছর পরই বাংলার মেগাভোট। ভোটের লক্ষ্যে  তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লড়াইয়ে  নামছে। বিজেপির মতো শক্তিকে হারানোর জন্য  সুশাসন,উন্নয়নমূলক নানা পরিষেবার মতোই বকেয়া কাজ শেষ করার জন্য আলাদা তত্পরতা শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের চাঙ্গা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, গাইডলাইন দিলেন।

তিনি স্পষ্ট করে দেন,শৃঙ্খলা,দলীয় অনুশাসন বজায় রাখার মতোই দলের বাইরে দলবিরোধী বা ইচ্ছেমতো মন্তব্য করা যাবে না। সম্প্রতি,দেখা যায়, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী,দিনহাটার উদয়ন গুহ সহ কয়েকজন বিধায়ক প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের ছাব্বিশের লড়াইয়ের আগে শৃঙ্খলাপরায়ণ,সদর্থক ভূমিকা নেওয়ার পরামর্শ দেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর স্পষ্ট কথা,

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, জ্যোতিপ্রিয় মল্লিককে অন্যায় ভাবে  আটকে রাখা হয়েছিল। ওঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ নেই। এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারেনি।” উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে একবছরের বেশি সময় জেলবন্দি থাকার পর গতমাসেই জামিনে মুক্ত হয়েছেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর বিধানসভায় তাঁর দায়িত্ব বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে,দিল্লির বিধানসভা নির্বাচনে আপের পরাজয় নিয়ে  নিজের মতামত দলীয় বৈঠকে ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস। আবার হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি আপ। দুই দল একসঙ্গে লড়লে এই ফল হতো না।ইন্ডিয়া জোটকে শক্তশালী করতে হলে দুই দলকে একসঙ্গে লড়াই করতে হবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles