বাংলা থেকে বিশ্বব্যাপী যাত্রা জিও-র, দিঘায় হবে কেবল ল্যান্ডিং স্টেশন
Jio's global journey from Bengal, only landing station will be in Digha

Truth Of Bengal: বাংলায় এখন বিনিয়োগের সেরা সময়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এমনই কথা বললেন রিলায়েন্স কর্তা তথা দেশের এক নম্বর শিল্পপতি মুকেশ আম্বানি। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি জানান, ২০১৬ সালে প্রথমবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শামিল হয়েছিলেন তিনি। ধাপে ধাপে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ২০ গুণ।
বর্তমানে বাংলায় রিয়ালেন্সের বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে ১ লক্ষ মানুষের। মুকেশ আম্বানি জানিয়েছেন, বাংলা থেকেই পথচলা শুরু করেছিল জিও। যা এখন দেশের মধ্যে একনম্বরে। বাংলায় এখনও পর্যন্ত জিও স্টোর রয়েছে ১৩০০টি। আগামী বছর আরও ৪০০ স্টোর হবে। পাশাপাশি এআই রেডি ডেটা সেন্টার হবে। দিঘায় হবে কেবল ল্যান্ডিং স্টেশন। মুকেশ আম্বানির বার্তা, ‘সোনার বাংলার জন্য সোলার বাংলা তৈরিই লক্ষ্য রিলায়েন্সের।’ সেই সঙ্গে তাঁর আশা, ডিজিটাল উন্নয়নে বাংলাই পূর্ব ভারতকে নেতৃত্ব দেবে।
বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি বলেন, এ রাজ্যে মোট ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছিল রিলায়েন্স, আগামী দিনে সেই বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে এক লক্ষ কোটি টাকা করা হবে। এর পরেই পাঁচটি আলাদা বিষয়ের উল্লেখ করেন তিনি। প্রথমেই বলেন, জিও-এর কথা। মনে করিয়ে দেন, জিও যাত্রা শুরু করেছিল কলকাতা থেকে। তিনি মনে করেন, কলকাতা ও মমতা ব্যানার্জি সৌভাগ্য বয়ে এনেছে। সেই কারণে এ রাজ্যে ডিজিটাল পরিকাঠামো তৈরির বিষয়ে আরও বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস।
মুকেশ আম্বানি বলেন, এখন পৃথিবী জুড়ে মানুষ তাকিয়ে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য। ঘোষণা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে ও গবেষণার কাজে আরও বেশি করে বিনিয়োগ করবে রিলায়েন্স। একটি এআই ডেটা সেন্টার তৈরি করবে তাঁর সংস্থা। সেখানে উন্নততর এআই তৈরির কাজ করা হবে।