বিনোদন

আসছে কার্তিক আরিয়ানের ‘আশিকি ৩’, কবে শুরু শুটিং?

Kartik Aaryan's 'Aashiqui 3' is coming, when will the shooting start?

Truth Of Bengal: ‘আশিকি’ থেকে ‘আশিকি ২’ দুটি ছবিই হিট বক্স অফিসে। ছবির গল্প থেকে গান আজও মানুষের মুখে মুখে ফেরে। ‘আশিকি’ তে রাহুল রয়, ‘আশিকি ২’ আদিত্য রয় কাপুর আর এবার ‘আশিকি ৩’তে কার্তিক আরিয়ান। বহুদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল কবে শুরু হবে ‘আশিকি ৩’র শুটিং। অবশেষে অপেক্ষার অবসান। ছবির পরিচালক অনুরাগ বসু নিজেই ঘোষণা করলেন ছবির শুটিংয়ের দিনক্ষণ। মার্চেই শুরু হতে চলেছে কার্তিক আরিয়ানের ‘আশিকি ৩’র শুটিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ বসু বলেন, ”২০২২ সালে ‘আশিকি ৩’ ছবির পরিকল্পনা হয়। কার্তিক আরিয়ান এ ছবির নায়ক। কিন্তু নানা কারণে কাজ শুরু হচ্ছিল না। এবার প্রি-প্রোডাকশন চলছে। মার্চে শুটিং শুরু হবে। শিডিউল তৈরি হয়েছে।” তবে এই ছবির নায়িকা কে হবেন তা অবশ্য জানাননি পরিচালক। উল্লেখ্য, এর আগে অনুরাগ বসুর হাত ধরে একের পর এক মাইলস্টোন ছবি পেয়েছে বলিউড। ‘বরফি’ থেকে শুরু করে ‘লাইফ ইন এ মেট্রো’, ‘কাইটস’-এর মতো ছবি আজও সকলের মনে গেঁথে।

স্বাভাবিকভাবেই অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকি ৩’ তে যে নতুন চমক থাকবে সেটা বলাই যায়। প্রসঙ্গত, রাহুল রায় ও অনু আগারওয়াল অভিনীত ক্লাসিক মুভি আশিকি ছিল নয়ের দশকের নস্ট্যালজিয়া। আজও এই ছবির জনপ্রিয়তা বা জৌলুস বিন্দুমাত্র ফিকে হয়নি। ২০১৩ সালে পরিচালক মোহিত সুরির আশিকি টু-ও ব্লকবাস্টার হয়েছিল। ছবিতে শ্রদ্ধা কপুর আর আদিত্য রয় কপুরের অনস্ক্রিন রোম্যান্সে মজেছিল সবাই। আজও একই রকম রয়েছে সেই ক্রেজ। এখন দেখার কার্তিকের হাত ধরে ‘আশিকী ৩’ কতটা জায়গা করে নিতে পারে দর্শক মনে।

Related Articles