খেলা

হ্যাপি বার্থ ডে হাজি, রোনাল্ডো, নেইমার, তেভেজ

Happy Birthday Haji, Ronaldo, Neymar, Tevez

Truth Of Bengal : বুধবার ৫ ফেব্রুয়ারি দিনটা বর্তমান বিশ্ব ফুটবলের আঙিনায় এক বিশেষ দিন ছিল। অবশ্যই এই দিনটার গুরুত্ব অন্য দিনগুলির থেকে যে আলাদা হবে এটা স্বাভাবিক ব্যাপার। কেননা, বছর আলাদা হলেও একই তারিখে পৃথিবীর আলো দেখেছিলেন এই তিন কিংবদন্তী ফুটবলাররা। এঁরা হলেন রোনাল্ডো, নেইমার ও তেভেজের। তবে তালিকায় আরও একজন রয়েছেন। তিনি একটা সময় বিশ্ব ফুটবলের সবুজ গালিচায় তাঁর শৈল্পিক ছোঁয়া ফুটিয়ে তুলেছিলেন। তিনি হলেন রোমানিয়ার অন্যতম সেরা ফুটবলার হাজি। ১৯৮৬-র মেক্সিকো বিশ্বকাপে রোমানিয়ার এই ফুটবলারের শৈল্পিক ফুটবল প্রশংসা কুড়িয়েছিল গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে।

কিন্তু প্রসঙ্গটা হল ৫ ফেব্রুয়ারি দিনটা কেবলমাত্র একজনের জন্যই মনে রেখেছেন ফুটবলপ্রেমীরা। তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমান ফুটবল বিশ্বের অবিসংবাদী এক ফুটবলার হিসাবে যিনি নিজের নাম নথিভূক্ত করেছেন। বাকিদের মধ্যে প্রতিশ্রুতিবান হয়েও নিজেকে  সেই জায়গায় নিয়ে যেতে পারলেন না নেইমার ও তেভজ। কিন্তু বর্তমান ফুটবলে সেরা স্ট্রাইকারদের মধ্যে নেইমার স্থান পেলেও, তেভেজ সেটা পারলেন না। অন্য দিকে কেননা হাজিকে অনেকদিন আগেই ভুলে গিয়েছেন ফুটবলপ্রেমীরা। কাজেই ৫ ফেব্রুয়ারি দিনটা কেবলমাত্র রোনাল্ডোর জন্মদিন হিসাবেই মনে রাখেন ফুটবলপ্রেমীরা।

রোনাল্ডো এবার ৪০ বছরে পদাপর্ণ করলেন। বর্তমানে সৌদির ক্লাব আল নাসেরর হয়ে দূরন্ত ছন্দে রয়েছেন তিনি। পাঁচ বারের ব্যালন ডিঅর খেতাব জয়ী প্রতি ম্যাচেই স্কোরশিটে নাম তুলছেন। ইতিমধ্যেই ২৩টি গোল করে ফেলেছেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা ৯২৩। তাই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো তাঁর জন্মদিনের আগে একটি ছবিও পোস্ট করেন সিআর সেভেন। যেখানে তাঁর ভক্তরা লেখেন হ্যাপি বার্থ ডে।

নেইমার পদাপর্ণ করলেন ৩৩ বছরে। বার্সা, পিএসজি, আল হিলাল ঘুরে নেইমার আবার ফিরে গিয়েছেন স্যান্টোসে। রোনাল্ডো পাঁচবার ব্যালন ডিঅর জিতলেও নেইমারের সেই খেতাব জয় এখনও অধরা থেকে গিয়েছে।

আর্জেন্টাইন তারকা তেভেজ বুধবার পদাপর্ণ করলেন ৪১তম বছরে। ২০২২ সালে ফুটবলকে আলবিদা জানান তিনি। ম্যান-ইউয়ের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী এই তারকা বর্তমানে কোচিংয়ের দায়িত্বে রয়েছেন।

কিন্তু এঁরা তিনজনই বা হাজি ছাড়াও ৫ ফেব্রুয়ারিতেই পৃথিবীর আলো দেখেছিলেন বিশ্ব ফুটবলের এক বিখ্যাত ফুটবল কোচ-ও। তিনি হলেন প্রয়াত সেভেন গোরান এরিকসেন। ইতালির প্রয়াত কোচ মালদিনিরও। কাজেই ফুটবলের জন্যই ৫ ফেব্রুয়ারি দিনটাকে হয়ত বেছে নিয়েছিলেন স্বয়ং ঈশ্বর।

Related Articles