দুষ্কৃতী হামলার পর সুস্থ হতেই ছবির অনুষ্ঠানে সইফ
Saif attends film event after recovering from attack

Truth Of Bengal: সইফ আলি খান। ভয়ঙ্কর দুষ্কৃতী হামলার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। এখন অনেকটাই সুস্থ ছোটে নবাব। আর একটু সুস্থ হতেই হাজির হলেন ছবির অনুষ্ঠানে। সোমবার ছিল সেই ছবির অনুষ্ঠান। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথমবার কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন অভিনেতা।
#WATCH | Mumbai: Actors Saif Ali Khan and Jaideep Ahlawat promote ‘Jewel Thief: The Heist Begins’, their film that drops on Netflix. This was Saif Ali Khan’s first public appearance after the stabbing attack on him at his residence. pic.twitter.com/q40uSHupiu
— ANI (@ANI) February 3, 2025
এদিন হাসিমুখে ধরা দিলেন সইফ। সোমবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের তরফে একগুচ্ছ ছবির ঘোষণা করা হয়। যার মধ্যে একটি ‘জুয়েল থিফ: দ্যা হিস্ট বিগিংস।’ এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। মূলত একটি মূল্যবান হিরে চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’।
#SaifAliKhan attends his first public event after the knife attack on him last month. It’s good to see the actor back in action! 💯#FilmfareLens pic.twitter.com/RTMQLI1xTe
— Filmfare (@filmfare) February 3, 2025
সোমবার ছবির সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন সইফ আলি খান। এদিন তাকে দেখা গেল নীল ডেনিম জিনসের সঙ্গে ডেনিম শার্টে। পাশাপাশি সাংবাদিকদের সইফ বলেন, “এই সিনেমাটি নিয়ে আমি খুব উত্তেজিত। আমি সবসময়ই এরকমই একটা ছবি করতে চেয়েছিলাম, এর চেয়ে ভালো সহ-অভিনেতা আমি পেতাম না। ছবিটা অসাধারণ এবং আমি খুব উত্তেজিত ৷”
স্বাভাবিকভাবেই এতবড় হামলার পর সইফকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন সইফ আলি খান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছিল তাঁকে। এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।অস্ত্রোপচার করতে হয় তাঁর। তবে সুস্থ তিনি। ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক জীবনে।