শয্যাশায়ী সোনু, হঠাৎ কি হল গায়কের?
Bedridden Sonu, what happened to the singer all of a sudden?

Truth Of Bengal: সোনু নিগম। যার সুরের সুরে বুদ আসমুদ্র হিমাচল। সোনু নিগমের কনসার্ট মানেই অসংখ্য ভক্তের ভিড়। সম্প্রতি পুণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনু। আর সেখানেই বিপদ। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন গায়ক। অসহ্য যন্ত্রণা নিয়ে নেমে যান মঞ্চ থেকে। এখন শয্যাশায়ী সোনু। সম্প্রতি নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন গায়ক।
View this post on Instagram
ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, “যেন মনে হচ্ছে শিরদাঁড়ায় সূচ বিঁধে আছে।” “দিনটা দুঃস্বপ্নের। অনেক কষ্টে বেঁচে আছি। অনুষ্ঠান মঞ্চে নাচের সময় খিঁচুনি ধরে। মনে হয় যেন শিরদাঁড়ায় সূচ বিঁধে রয়েছে। একটু নড়লেই তা ভিতরে চলে যাবে। তবে আমি কোনও দর্শককে নিরাশ করতে পারব না। দেবী সরস্বতীর কৃপায় বেঁচে গিয়েছে।” সোনুর অসুস্থতার খবর সামনে আশা মাত্রই উদ্বিঘ্ন তাঁর অনুরাগীরা।
সম্প্রতি সোনু পুণেতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানে তাকে দেখা গিয়েছিল, সাদা শার্ট সঙ্গে নীল শুট। পায়ে সাদা স্নিকার্স। মঞ্চে গান গাইছেন। দর্শকাসনে মুগ্ধ অনুরাগীর ভিড়। অনুষ্ঠানের মাঝে পিঠে অসহ্য ব্যথা। প্রথমে মনে হয়েছিল তেমন কিছু নয়। সম্ভবত পেশিতে টান। তাই যন্ত্রণাকে বুড়ো আঙুল দেখিয়ে অনুষ্ঠান চালিয়ে যান সোনু। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারেন, তাঁর পক্ষে আর অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে মঞ্চ থেকে নেমে পড়েন।
মঞ্চ থেকে নেমে কোমর-পা মালিশ করা হয়। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। তবে যন্ত্রণা সামান্য সামলে ফের মঞ্চে ওঠেন। অনুষ্ঠান শেষ করেন। আর তারপর থেকেই শয্যাশায়ী গায়ক। ঠিকভাবে হাঁটাচলা পর্যন্ত করতে পারছেন না তিনি। এখন ইঞ্জেকশন, ওষুধপত্রই এসবের মধ্যে দিয়েই দিন কাটছে তার। গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।