দেশ

বরের নাচে ক্ষিপ্ত বাবা, ভাঙলেন মেয়ের বিয়ে

Father, enraged by groom's dance, breaks up daughter's wedding

Truth Of Bengal: বিয়ে করতে এসে অনুষ্ঠানে নাচানাচি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এমন ঘটনা ঘটেছে দিল্লিতে। জানা গিয়েছে, তখন সবে সন্ধ্যা নেমেছে। ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রা সহকারে বিয়ে করতে  গন্তব্যে পৌঁছয় বর। চারদিকে উচ্ছ্বাস-উন্মাদনা। শুরু হয় নাচানাচি। বর ও কনে পক্ষের সকলে নাচানাচিতে মেতে উঠেন। কিছুক্ষণের মধ্যে বরকেও সকলে নাচতে অনুরোধ করেন। নাচের লোভ সামলাতে পারেননি বর। সে সময়ই হঠাৎ বেজে ওঠে ‘চোলি কা পিছে কেয়া হ্যায়’ গান। বরও তালে তাল মিলিয়ে নাচতে থাকেন।

বেশিরভাগ আমন্ত্রিতই বিয়ের এই হালকা মুহূর্তটি উপভোগ করেছিলেন। কিন্তু বরের আচরণ, কনের বাবার ভাল লাগেনি। তিনি ওই গানের সঙ্গে নাচায় হবু জামাইয়ের আচরণ এবং তাঁর পরিবারের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। অত্যন্ত অসন্তুষ্ট হয়ে শেষমেষ ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়েই বাতিল করে দেন।

এর পরই কান্নায় ভেঙে পড়েন কনে। কাঁদতে কাঁদতেই বিয়ের আসর ছেড়ে চলে যান। হবু বর কনের বাবার সঙ্গে কথা বলে বিষয়টি যে নিছক মজার তা বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাতিল হওয়ার অনেক পরেও বাবার রাগ কমেনি। মেয়ের সঙ্গে বরের পরিবারের যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।

Related Articles