আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা,বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
Another plane crash in America, US President expresses concern over plane crash

Truth Of Bengal : আবারও বিমান দুর্ঘটনা আমেরিকায়। এই কিছুদিন আগেই আমেরিকার ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। চলতি সপ্তাহে বুধবার সেনাবাহিনীর একটি ব্ল্যাক হোক চপারের সঙ্গে সংঘর্ষ লাগে আমেরিকান এয়ারলাইন্সের ৫৩৪২ নম্বর বিমানের। সংঘর্ষের পরেই যাত্রীবাহী বিমানটি পড়ে যায় পটোম্যাক নদীর উপর। আর এর পরেই আবারও বিমান দুর্ঘটনা আমেরিকায়।
রোগীদের নিয়ে যাওয়া ওই বিমান অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে লোকালয়ের মধ্যে। বিমান ভেঙে পড়ার পরেই সেই বিমানে আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে বিমানটি। এই ভয়াবহ দুর্ঘটনায় বেশ কিছু জনের মৃত্যু হয়েছে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মর্মান্তিক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর প্রকাশ্যে আসেনি।
সূত্রের খবর ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে ফেলাডেলফিয়ারে। ওই বিমান অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল এক অসুস্থ শিশুকে। ওই শিশুর সঙ্গে উপস্থিত ছিল আরও ৫ জন। সেখানকার স্থানীয় সময় বিকেল ৬টা ৬ মিনিটে বিমানটি টেক অফ করে তারপরেই ৩০ সেকেন্ডের মধ্যে রাডার থেকে বিমানের অস্তিত্ব হারিয়ে যায়। জানা যাচ্ছে শেষ ১৬০০ ফুট উঁচুতে উঠেছিল বিমানটি। আর ঠিক তারপরেই ফেলাডেলফিয়া বিমানটি ভেঙে পড়ে আচমকাই।