চাকরি

কলকাতার সিটি সিভিল কোর্টে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Recruitment for various vacancies in Kolkata City Civil Court, how to apply

Truth of Bengal: মৌ বসু: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার সিটি সিভিল কোর্টে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। ২টি আলাদা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি Judgeship of City Civil Court at Calcutta এর অধীনে নিয়োগ করা হবে। আরেকটি নিয়োগ করা হবে কলকাতার কমার্শিয়াল কোর্টে। ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ বি), লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি), ডেটা এন্ট্রি অপারেটর (গ্রুপ সি), গ্রুপ ডি, সামন বেইলিফ (গ্রুপ সি) পদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক হলেই ১৬ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

কীভাবে করবেন আবেদন

https://citycivilcourtcalcutta.dcourts.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে রেজিস্ট্রার করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করার পর সাবমিট করুন। কনফারমেশন পেজ ভবিষ্যতের কাজের জন্য প্রিন্ট আউট বের করে নিন।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ইংলিশ স্টেনোগ্রাফার পদে শূন্যপদ ২। মাসে বেতন মিলবে ৩২,১০০-৮২,৯০০ টাকা করে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। শর্টহ্যান্ড স্পিড মিনিটে ৮০ শব্দ, টাইপিং স্পিড মিনিটে ৩০ শব্দ। কম্পিউটার ট্রেনিং শংসাপত্র থাকতে হবে। বয়স ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৩২ বছর। তপশিলি জাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদ ১৬, মাসে বেতন মিলবে ২২,৭০০-৫৮,৫০০ টাকা করে। মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। কম্পিউটার ট্রেনিং শংসাপত্র থাকতে হবে। বয়স ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৪০ বছর। তপশিলি জাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৩ বছরের মধ্যে। তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে শূন্যপদ ৪, মাসে বেতন মিলবে ২২,৭০০-৫৮,৫০০ টাকা করে। মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে। প্রতি ঘণ্টায় ৮ হাজার কি ডিপ্রেশনস। বয়স ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৪০ বছর। তপশিলি জাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৩ বছরের মধ্যে। তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

গ্রুপ ডি পদে শূন্যপদ ৪। মাসে বেতন মিলবে ১৭,০০০-৪৩,৬০০ টাকা করে। অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। রাজ্য সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৩ বছরের মধ্যে। তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

সামন বেইলিফ পদে শূন্যপদ ২, মাসে বেতন মিলবে ২১,০০০-৫৪,০০০ টাকা করে। অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৩ বছরের মধ্যে। তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ও তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের ৭০০ টাকা করে আবেদনমূল্য দিতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, সামন বেইলিফ ও ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ও তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ৬০০ টাকা করে আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৪৫০ টাকা করে আবেদনমূল্য দিতে হবে।

গ্রুপ ডি পদে আবেদনের জন্য অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ও তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা করে আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ৪৫০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে।

কীভাবে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে

স্ক্রিনিং টেস্ট, ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট, টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতা ও পার্সোনালিটি পরীক্ষা নেওয়া হবে ইংলিশ স্টেনোগ্রাফার নিয়োগের জন্য। প্রিলিমিনারি সিলেকশন টেস্ট, মেইন পরীক্ষা, কম্পিউটার দক্ষতা ও পার্সোনালিটি পরীক্ষার মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক বাছাই করা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, ডেটা এন্ট্রি স্পিড টেস্ট ও ইন্টারভিউ মারফত ডেটা এন্ট্রি অপারেটর বাছাই করা হবে। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি পরীক্ষার মাধ্যমে গ্রুপ ডি আর সামন বেইলিফ পদে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Related Articles