কলকাতা

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণ, নিশ্চিত করলেন স্পিকার

Governor's address at the beginning of the budget session of the state assembly, confirmed by the Speaker

Truth of Bengal: অবশেষে জল্পনার অবসান। রাজ্য বিধানসভার এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণই হবে সূচনা পর্ব। শুক্রবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ১০ ফেব্রুয়ারি প্রথা মেনে রাজ্যপাল অধিবেশনের সূচনা করবেন। ভাষণের উপর এক দিন আলোচনা করার সুযোগও থাকবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের বাজেট অধিবেশনে রাজ্যপালকে বাদ দিয়েই কাজ চালিয়েছিল নবান্ন। রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাতের আবহে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভারতের অন্যান্য রাজ্যেও এমন সংঘাত দেখা যায়, তবে পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে তা চরমে পৌঁছেছে। একদিকে রাজ্যপাল বোস প্রকাশ্যে রাজ্য সরকারের নীতি ও কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। এমনকি, তাঁকে অপসারণের দাবিও উঠেছে।

তবে সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনার পারদ কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। গত ২৬ জানুয়ারি রাজভবনের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা রাজ্যপালের চায়ের আসরে যোগ দিয়েছিলেন। এবার বাজেট অধিবেশনে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বিধানসভা সচিবালয় ও পরিষদীয় দফতরের পক্ষ থেকে।

স্পিকার জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে এবং ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। এই পরিবর্তনকে রাজনৈতিক বিশ্লেষকরা নবান্ন-রাজভবন সম্পর্কের নতুন মোড় বলে মনে করছেন। এখন দেখার, বাজেট অধিবেশন চলাকালীন এই সম্পর্ক কোন পথে এগোয়।

Related Articles