
Truth Of Bengal : ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান মহিলা লিগে জয়ের ধারা অব্যাহত রাখল লাল-হলুদের প্রমীলা বাহিনী। মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল হারাল সেতু এফসিকে। খেলার ফল ৩-০। এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে টানা চার ম্যাচে জয় তুলে নিল লেসলি ক্লডিয়াস সরণীর শতাব্দী প্রাচীন ক্লাবের মহিলা ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে স্কোরশিটে নাম তোলেন সান্ধিয়া রঙ্গনাথন, মাউরিন আচিইং এবং সৌম্যা গুগলথ।
ম্যাচের বিরতির ঠিক আগে ইস্টবেঙ্গল গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু নানজিরি সেই সুযোগ হাতছাড়া করেন। না হলে হয়তো প্রথমার্ধেই গোলের সন্ধান পেয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। অপর দিকে সেতু এফসিও পিছিয়ে ছিল না। কিন্তু ইস্টবেঙ্গল গোলরক্ষক বেশ কয়েকবার নিশ্চিত পতন থেকে দলকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ইস্টবেঙ্গল প্রথম গোলের সন্ধান পায়। সান্ধিয়া গোল করে দলকে এগিয়ে দেন। এরপর মাউরিনের দ্বিতীয় গোল লাল হলুদকে জয়ের পথ অনেকটাই প্রশস্থ করে দেয়। এবং ইস্টবেঙ্গলের হয়ে এরপ সেতু এফসির জালে শেষ পেঁরেকটি পুঁতে দেন সৌম্যা।