রাজ্যের খবর

বাইকের শোরুমে কাজ দেওয়ার নামে প্রতারণা, পুলিশের দ্বারস্থ লটারি বিক্রেতা

Lottery seller faces police for fraud in the name of job offer at bike showroom

Truth Of Bengal: কালনা থানার অন্তর্গত কালিনগর পাড়া এলাকার বাসিন্দা শঙ্কর বসু এক সরল সাদাসিধে মানুষ। তাঁকে মাজিদা পঞ্চায়েতের তামাঘাটা এলাকার বাসিন্দা লালচাঁদ শেখ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড হাতিয়ে নেয়। শঙ্কর বসুকে বলা হয়েছিল, বাইকের শোরুমে কাজ দেওয়া হবে।

এজন্য তাঁকে বিভিন্ন ফর্মেও সই করানো হয়। কিন্তু এরপরই লালচাঁদ শেখ শঙ্কর বসুর বিভিন্ন পরিচয় পত্র ব্যবহার করে দুটো শোরুম থেকে দুটো স্কুটি ফাইনান্সের মাধ্যমে কিনে চম্পট দেয়। বিষয়টি প্রকাশ্যে আসে যখন ফাইনান্স কোম্পানির কর্মীরা শঙ্কর বাবুর বাড়িতে আসা শুরু করেন। তাঁরা এসে বকেয়া টাকা চাইলে পুরো বিষয়টি বুঝতে পারেন শঙ্কর বসু। তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে বুঝতে পেরে কালনা থানার দ্বারস্থ হন তিনি।

শঙ্কর বসু জানান, তিনি একজন সাধারণ লটারি বিক্রেতা। তাঁর কাছে মাঝেমধ্যেই লটারি কাটতে আসত লালচাঁদ শেখ। তাঁর সঙ্গে ক্রমশ ভাব জমিয়ে তাঁকে শোরুমে কাজ দেওয়ার নাম করে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে নেয় লালচাঁদ। এরপর কালনা এবং পাণ্ডুয়ার দু’টি শোরুমে নিয়ে গিয়ে বিভিন্ন ফর্মে সই করিয়ে নেয় লালচাঁদ। বাড়িতে ফিনান্স সংস্থার কর্মীরা টাকা চাইতে এলে শঙ্কর বসু বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। তাঁর ডকুমেন্ট ব্যবহার করে তাঁর নামেই ঋণ নিয়ে বাইক নিয়েছেন প্রতারক লালচাঁদ। এরপরই কালনা থানার দ্বারস্থ হন তিনি।

Related Articles