ফের ডুয়ার্সে হাতির দাপট, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
Elephants attack Dooars again, damage homes

Truth Of Bengal: বৃহস্পতিবার সকাল থেকে দিনভর ছিল কুয়াশার দাপট। সন্ধ্যে হতেই ফের কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে ডুয়ার্সের গোটা এলাকা। সেইসময় ওই এলাকায় ঢুকে পড়ে হাতি। এরপর ওই হাতি খাবারের খোঁজে ঘরের দেওয়াল ভাঙতে শুরু করে। এই পরিস্থিতিতে এই ঘটনার আভাস পেয়ে বাড়ির সদস্যরা ঘর থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা সংলগ্ন শঙ্কর প্রধান কলোনি এলাকায়।
এরপর তারা পালিয়ে গেলে হাতিটি ঘরের দেওয়াল ভেঙ্গে সাবার করতে থাকে মজুত খাদ্যদ্রব্য ও ঘরের আসবাবপত্র। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির সদস্যরা। এদিন সকালে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইগ্নিশ টিগ্গা।
জানা গেছে, ওইদিন রাত ২ টো নাগাদ পাশ্ববর্তী পানঝোড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে শঙ্কর প্রধান কলোনি এলাকায়। এরপর ওই হাতিটি জনৈক অমর মিঞ্জের বাড়িতে হামলা চালায়। সেই হামলায় পরপর চারটি ঘরের দেওয়াল ভেঙ্গে দেয় হাতিটি। যদিও রাতে এই ঘটনার খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। অবশ্য তার আগেই হাতিটি ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়।