আজকের দিনেলাইফস্টাইল

সৌভাগ্য নাকি দুর্ভাগ্য! শুক্রে কী অপেক্ষা করছে আপনার ভাগ্যে

Good luck or bad luck! What awaits you on Venus?

Truth Of Bengal: আজ ২৪-এ জানুয়ীরি শুক্রবার। আজ কী রয়েছে আপনার ভাগ্যে? সৌভাগ্য নাকি দুর্ভাগ্য কী অপেক্ষা করছে, জানতে একনজরে পড়ে নিন আজকের রাশিফল।

মেষ : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের যোগ। অসুস্থদের আরোগ্য লাভের যোগ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। রাজনৈতিক নেতাকর্মীদের নতুন পদ প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি ঝামেলাময় হতে চলেছে। দূরবর্তী স্থানে যেতে হতে পারে আজ। ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার যোগ। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভাল আয়ের সুযোগ। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি। সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ। সাংসারিক ব্যয় বৃদ্ধি তবে সাংসারিক জীবন আজ ভালই কাটবে।

কর্কট : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি ভাল যাবে। বকেয়া বিল আদায়, ঠিকাদারী কাজে অগ্রগতি। ব্যবসায়ীক কাজে সাফল্য। বড়দের থেকে সাহায্য। ভ্রমনের যাত্রাপথে আইনগত জটিলতা, পুলিশি হয়রানির সম্মুখীনও হতে পারেন।

সিংহ : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ। বৈদেশিক কাজে অগ্রগতি হবে। বেকারদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্ভাবনা। প্রত্যাশা পূরণের প্রবল যোগ। কাছের মানুষদের থেকে আজ উপকৃত হতে পারেন। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের সুযোগ। শারীরিক অবস্থার উন্নতি। সংসারে সুখ বজায় থাকবে আজও।

কন্যা : আজ এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি খুব একটা ভাল কাটবে না। ব্যবসায়ীদের বিদেশ যাত্রার সম্ভাবনা। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আশানুরুপ সাফল্য না পাওয়ার সম্ভাবনা। উচ্চ শিক্ষার্থে শুভ যোগ। আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে জড়িতদের ভালো আয়। কাজের দায়িত্বের জেরে বিবাদে জড়িয়ে পড়তে পারেন শ্রমজীবীরা। পিতার সঙ্গে মনোমালিন্য।

তুলা : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক প্রয়োজনে ঋণের বোঝা বাড়তে পারেন। লাভের আশায় ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভাল। গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। পাসওয়ার্ড বা আইডি সুরক্ষিত রাখুন। বৈদেশিক কাজে অগ্রগতি ও বিদেশ যাত্রার যোগ।

বৃশ্চিক : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসায় আশানুরুপ লাভবান হবেন। জীবন সঙ্গীর ভাগ্যেও উন্নতির যোগ। আপন মানুষদের থেকে সাহায্য পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি। ঋণ মুকুপের সম্ভাবনা।

ধনু : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি মিশ্র কাটতে চলেছে। কর্মস্থলে কোনো ঝামেলাপূর্ণ কাজের দায়িত্ব পাবেন। অধিনস্ত কর্মচারীর সাহায্য লাভের যোগ। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। শরীরিক অবস্থার অবনতি। দাম্পত্য অশান্তির সুরহা। ব্যবসা-বাণিজ্যে নতুন প্রতিদ্বন্দ্বীর উৎপাত দেখা দেবে।

মকর : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ হতে চলেছে। ব্যবসায় রোজগার বৃদ্ধি। ঝামেলায় পড়তে পারেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য এই দিনটি শুভ, বিবাহের কথাও উঠতে পারে। সন্তানের শরীরিক অবস্থার উন্নতি।

কুম্ভ : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ। নিজের ভূমি লাভের স্বপ্ন পূরণ। পারিবারিক পরিবেশ অনুকূল। মায়ের সাহায্য লাভ। আত্মীয়র সহযোগীতায় কর্ম লাভের সুযোগ। সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের কাজে অগ্রগতি।

মীন : এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি ভাল যাবে না আজ। ভাই-বোনের চাকরিতে সমস্যা। আজ মায়ের শরীর ভাল যাবে না। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের লোকশানের সম্ভাবনা। বিকাশ ও রকেট এজেন্টদের আয়ে বাধা আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে বাধা-বিপত্তি ও ঝামেলার আশঙ্কা।

Related Articles