
Truth Of Bengal: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সম্পর্কের বয়স যত বাড়ছে ততই একে অপরের প্রতি মুগ্ধতা ততই বাড়ছে। কয়েক মাস হল বাবা মা হয়েছেন রণবীর-দীপিকা। এখন বেবি দুয়াকে নিয়েই রণবীর-দীপিকার সময় কাটছে। মা-বাবা হওয়ার পর মুম্বইতে শ্বশুরবাড়ির এক আত্মীয়ের বিয়েতে গেলেন রণবীর-দীপিকা। জানা গিয়েছে, রণবীরের এক তুতো ভাইয়ের বিয়ে ছিল। পারিবারিক সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন দম্পতি। সেখানেই ক্যামেরাবন্দি হয়েছেন দুয়ার মাম্মা পাপা।
এদিন রণবীর-দীপিকাকে দেখা গেল সালোয়ার স্যুট এবং শেরওয়ানিতে। বিয়ের অনুষ্ঠানের জন্য দীপিকা বেছে নিয়েছিলেন গোলাপি রঙের সালোয়ার স্যুট। ভারী কাজ করা দুপাট্টা চোখ টানল আলাদা করে। অন্যদিকে রণবীরের পরনে সাদা শেরওয়ানি স্যুট। চোখে সানগ্লাস।
এদিনের ভিডিওতে দেখা গেল, কখনও যত্নশীল স্বামীর মতো স্ত্রী দীপিকা গাড়িতে ওঠার সময়ে তাঁর পোশাক ঠিক করে দিলেন রণবীর। আবার কখনও বিয়েবাড়ি থেকে একা বেরনোর সময়ে স্বামীর গালে আদুরে চুম্বন এঁকে দিতে দেখা দীপিকাকে। সবমিলিয়ে বিয়ে বাড়ির মধ্যমণি হয়ে উঠেছিল রণবীর-দীপিকা।