গোমূত্রের ‘ঔষধি মূল্য’-র প্রশংসা আইআইটি মাদ্রাজের পরিচালকের, দেখুন ভিডিও
IIT Madras director praises 'medicinal value' of cow urine, watch video

Truth Of Bengal: সম্প্রতি সমাজমাধ্যমে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোতির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, এই ভিডিও-তে তিনি গোমূত্রের ‘ঔষধি মূল্য’র প্রশংসা করছেন। তিনি গোমূত্রের “ব্যাকটেরিয়া-বিরোধী, ছত্রাক-বিরোধী এবং হজম ক্ষমতা” সমর্থন করেছেন বলেও দাবি করা হয়েছে। সঙ্গে তিনি এর “ঔষধি মূল্য” বিবেচনা করার জন্যও দাবি জানিয়েছেন।
உலகில் உயர்கல்வி நிறுவனங்கள் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பணத்தையும் உழைப்பையும் நேரத்தையும் செலவிடுகின்றன.
நம்ம நாட்டுல மட்டும் தான் மாட்டு மூத்திரத்த
ப்ரமோட் பண்ணிட்டு இருக்கானுக.வீடியோவில் பேசுபவர் கு.கா.மானியம் வாரிசு காமகோடி, IIT மெட்ராஸ் இயக்குநர்.😂 pic.twitter.com/NGEAoiRE60
— Shafeeq (@shafeeqkwt) January 19, 2025
১৫ জানুয়ারি গো-সম্রক্ষণ সালায় আয়োজিত মাতু পোঙ্গলের অনুষ্ঠানে তিনি বলেন, একজন সন্ন্যাসী যার প্রবল জর হয়েছিল সে গো-মূত্র পান করার পর তার জর সেরে যায়, তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করে কংগ্রেস নেতা কার্তি পি চিদাম্বরম এই মন্তব্যের তীব্র নিন্দা করে বলেন, এটি অবৈজ্ঞানিক এর কোনও বাস্তবতা নেই, এহেন মন্তব্য করা অত্যন্ত অশোভন। আইআইটি মাদ্রাজের পরিচালকের বক্তব্যে রীতিমত শোরগোল শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়া থেকে শুরু করে ওই রাজ্যের রাজনীতিতেও।